জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিক মেলার উদ্বোধন বালুরঘাটে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সভাধিপতি
বালুরঘাট, ১৮ জানুয়ারি: জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বালুরঘাটে শুরু হলো শ্রমিক মেলা। বৃহস্পতিবার বিকেলে বালুরঘাট হাই স্কুলের মাঠে সরকারী এই মেলা থেকে বিভিন্ন শ্রমিক ও তাদের পরিবারদের আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। পাশাপাশি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, লেবার কমিশনার জবায়েদ আক্তার, পরিযায়ী শ্রমিক বোর্ডের আধিকারিক সহ একাধিক বিশিষ্টজনেরা।
এদিন মূলত নির্মাণ, পরিবহন সহ বিভিন্ন অসংগঠিত শিল্প ও স্বনিযুক্তি পেশায় কর্মরত নথিভুক্ত শ্রমিকদের রাজ্য সরকারের তরফে আর্থিক সহায়তা প্রদান করা হয়। যেখানে ভবিষ্যতনিধি প্রকল্পের মাধ্যমে শ্রমিকরা পূর্ণ মেয়াদ অর্থাৎ ১৮ থেকে ৬০ বছর শেষে আড়াই লক্ষ টাকারও বেশি পাবেন। পেনশন হিসেবে নির্মাণ কর্মী ও পরিবহনকর্মীরা মাসিক ন্যূনতম দেড় হাজার ও এক হাজার টাকা অর্থ সাহায্য পাওয়ার কথা সহ বিভিন্ন বিষয় আলোচিত হয়। পাশাপাশি, নথিভুক্ত কোনও শ্রমিকের স্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনাজনিত মৃত্যু ও শারীরিক অক্ষমতার জন্য আর্থিক সহায়তার কথা বলা হয়েছে মেলার মূল মঞ্চে। এদিন ওই মঞ্চ থেকে কুশমন্ডি, হরিরামপুর, বালুরঘাট সহ বিভিন্ন ব্লকের শ্রমিক ও তাদের পরিবারদের এককালীন অর্থ সাহায্যের প্রতিকী চেক তুলে দিয়েছেন বিশিষ্টরা। আগে অসংগঠিত শ্রমিকদের সাসফাউ প্রকল্পে ২৫ টাকা দিতে হতো ও সরকার ৩৫ টাকা দিয়ে ৫৫ টাকা করে মাসে জমতো। কিন্তু বর্তমানে পুরো ৫৫ টাকাই সরকারের তরফে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
ডেপুটি লেবার কমিশনার গোপাল বিশ্বাস জানান, ‘অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন সরকারি প্রকল্প পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই মেলার আয়োজন। এদিন জেলার বিভিন্ন জায়গা থেকে ৬০০ জনের উপরে শ্রমিক উপস্থিত ছিলেন। বর্তমানে জেলায় ২ লক্ষ ৭৪ হাজার অসংগঠিত শ্রমিক নথিভুক্ত রয়েছে। এই সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছি।’