কোচবিহার :- দামী কোম্পানির ভুট্টার বীজ জমিতে লাগিয়ে বিপাকে দেওচরাই এলাকার বেশ কিছু চাষী। বীজের অঙ্কুরোদগম ঠিকমত না হওয়ায় ভরা মরশুমে মাথায় হাত চাষীদের। অঙ্কুরোদগম কম হওয়ার পাশাপাশি যেগুলো হয়েছে সেগুলো ধীরে ধীরে জমিতে মারা যাচ্ছে। কি করবেন ভেবে উঠতে পারছেন না অথচ অন্য কোম্পানির ভুট্টার বীজ পাশের জমিতে লাগিয়েছেন সেগুলো ঠিকঠাক হয়েছে বলে দাবী চাষীদের। এমতাবস্থায় ক্রেতা সুরক্ষা আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন চাষীরা। জানাজায় দেওচড়াই GP র দেওচরাই , নেপালের খাতা সহ বেশ কিছু জায়গার কৃষক রা নামি কোম্পানির ভুট্টার বীজ জমিতে লাগিয়েছেন। ভুট্টার বীজ জমিতে লাগাতে জমিতে হাল দেওয়া সহ গোবর সার, রাসায়নিক সার, কীটনাশক ,শ্রমিক মিলিয়ে বিঘা প্রতি কয়েক হাজার টাকা করে খরচ হয়েছে। ভুট্টা বিক্রি করে সেই টাকা তুলবেন। জমিতে বীজ লাগিয়েছেন অথচ অঙ্কুরোদগম ঠিকমত হচ্ছে না। যদিও বা হয়েছে সেগুলো মারা যাচ্ছে। এই দৃশ্য দেখে হতবাক চাষীরা। অথচ পাশের জমিতে অন্য বীজ লাগিয়েছেন সেগুলো ঠিকঠাক হয়েছে। চাষীরা ছুটে যান বীজ বিক্রেতার কাছে। বিক্রেতা পুনরায় বীজ দিতে চাচ্ছেন কিন্তু চাষীদের দাবী এই অসময়ে বীজ লাগিয়েছে কি করবেন,এছাড়া জমিতে হাল চাষের জন্য গাড়ী প্রবেশ করানো যাবে না। এতে তারা ভীষণ ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবী। যদিও ঐ কোম্পানির অংশিদারের দাবী তাদের কাছে কেউ অভিযোগ নিয়ে আসে নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যাবস্থা গ্রহণ করতেন। যেখান থেকে অভিযোগ পেয়েছেন সেখানে কোম্পানির লোক কে পাঠিয়েছেন এবং কোনও কোনও চাষীকে পুনরায় বীজ দিয়েছেন। তিনি আরও জানান তুফানগঞ্জ মার্কেটে এবারে তারা ৩০ টন বীজ বিক্রী করেছেন বিভিন্ন লটে। তাদের মধ্যে ২৩ নম্বর লটের বীজে একটু অঙ্কুরোদগমে সমস্যা ছিলো।অভিযোগ পেয়েছেন তারা সমস্যাও দ্রুততার সহিত মেটানো হয়েছে। তারা চাষীদের নিয়েই বাঁচেন তাই চাষীদের কোনও ক্ষতি হোক এটা তারা চান না।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর দামী কোম্পানির ভুট্টার বীজ জমিতে লাগিয়ে বিপাকে দেওচরাই এলাকার বেশ কিছু চাষী