জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ফুল মেলার উদ্বোধন বালুরঘাটে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন চেয়ারম্যান অশোক মিত্র।
বালুরঘাট, ১৯ জানুয়ারী ——— জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ৩৮ তম ফুলমেলার শুভ সূচনা হল বালুরঘাটে। শুক্রবার বিকেলে বালুরঘাট পুরসভার উদ্যোগে আয়োজিত সুরেশ রঞ্জন পার্কে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই ফুলমেলার শুভ সূচনা করেন চেয়ারম্যান অশোক মিত্র। যেখানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল, বালুরঘাট পৌরসভার প্রাক্তন পুরপ্রশাসক হরিপদ সাহা সহ শহরের অনান্য কাউন্সিলররা। এদিন বিকেলে ফুলমেলার এই উদ্বোধনী অনুষ্ঠানের পরেই রংবেরঙের ফুল দেখতে ভিড় জমে দর্শকদের।
চেয়ারম্যান অশোক মিত্র বলেন, ফুলমেলাকে ঘিরে তিনদিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত চলবে এই ফুলমেলা।