অধীর আগ্রহে আপেক্ষা করছেন জলপাইগুড়িবাসী। কারণ অযোধ্যার পাশাপাশি ইতিহাস সৃস্টি হতে চলেছে জলপাইগুড়িতেও

0
391

জলপাইগুড়ি- অধীর আগ্রহে আপেক্ষা করছেন জলপাইগুড়িবাসী। কারণ অযোধ্যার পাশাপাশি ইতিহাস সৃস্টি হতে চলেছে জলপাইগুড়িতেও। শুধুমাত্র রাত পোহানোর অপেক্ষা। আগামীকাল মধ্যান্নে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার, খুলে যাবে রামমন্দিরের দ্বার, তৈরী হবে এক বিশ্ব ইতিহাস। আর সেই ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকবে এই বাংলার এক জনপদ জলপাইগুড়ির নামও। শিল্প, সংস্কৃতি, ধর্মীয় আবেগের শহর বলে পরিচিত জলপাইগুড়ি। সেই শহরের ২০নং ওয়ার্ডের বামনপাড়ায় তৈরী হচ্ছে সু-উচ্চ শ্রী রামের প্রতিমা। ২২ফুট উচু প্রতিমার তৈরীর কাজ প্রায় শেষ পর্যায়ে। রাতের মধ্যেই তা সম্পূর্ণ হয়ে যাবে। এতবড় উচ্চতার শ্রী রামের প্রতিমা এই রাজ্যে প্রথম বলে দাবি উদ্যোক্তাদের। রামলালা প্রানপ্রতিষ্ঠা উদযাপন সমিতির উদ্যোগে তৈরী হচ্ছে এই প্রতিমা। সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার একই সময়েই জলপাইগুড়ির এই প্রতিমারও প্রান প্রতিষ্ঠা হবে। এছাড়াও তিনদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থাকবে রামলীলার নৃত্যনাট্য। ৫০০কেজি চাল-ডালের খিচুড়ি ভোগ রান্নার আয়োজন হয়েছে ভক্তদের জন্য। এলাকার মহিলার গত সাতদিন ধরে নিরামিষ খাবার খাচ্ছেন। আগামীকাল তারা কলস যাত্রা করবেন।
এই প্রতিমা দেখতে ইতিমধ্যে অনেকে ভিড় জমিয়েছেন। আগামীকাল সেই ভিড় উপচে পড়বে বলে ধারণা উদ্যোক্তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here