অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে উৎসবের মেজাজ রয়েছে

0
209

কোচবিহার:- অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে উৎসবের মেজাজ রয়েছে । কোথাও বর্ণনাট্য শোভাযাত্রা আবার কোথাও অযোধ্যায় রাম মন্দিরের আদলে তৈরি হয়েছে রাম মন্দির। অযোধ্যা রাম মন্দিরের সাথে উদ্বোধন সাথে আজ কোচবিহার 2 নম্বর ব্লকের ছরারাকুঠি এলাকায় রাম মন্দির উদঘাটন হল । উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক । এদের মন্দির উদ্বোধন করে নিশীথ প্রামাণিক বলেন আজ দেশ জুড়ে একটি উৎসব রয়েছে । কোচবিহার বাদ নেই । তবে তৃণমূল কে কংগ্রেসকে আক্রমণ করেন তিনি বলেন তারা যে সম্প্রীতির যাত্রা বের করছে তার জন্য যদি কোন রকম গন্ডগোল হয় তার তাই মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় কে নিতে হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here