বামনগোলা: কুয়াশার দাপট শুরু হতেই গরু পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে মালদার সীমান্তে। রবিবার বামনগোলার পাকুয়ার গাঙ্গুরিয়া গ্রামে দুই বাংলাদেশীকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। সোমবার পুলিশ ধৃত দুই বাংলাদেশি মহম্মদ আব্বাস আলি এবং মহম্মদ সাহেবকে মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতেরা বাংলাদেশের দুয়ারপুর ও কমলডাঙ্গা গ্রামের বাসিন্দা। তারা বেআইনি ভাবে এপাড়ে চলে আসে বলে অভিযোগ। অভিযোগ, ধৃতেরা পাচারের সঙ্গে যুক্ত। এদিন গ্রামবাসীরা সন্দেহজনক ভাবে তাদের দেখতে পেয়ে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর কুয়াশার দাপট শুরু হতেই গরু পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে মালদার সীমান্তে