জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে গঙ্গারামপুরে রবীন্দ্রভবনে দ্বিতীয়বর্ষে আয়ূষমেলার আয়োজন করা হলো

0
410

জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে গঙ্গারামপুরে রবীন্দ্রভবনে দ্বিতীয়বর্ষে আয়ূষমেলার আয়োজন করা হলো,করা হলো মিছিলও, মিছিলে পা মেলালেন মন্ত্রীসহ এক ঝাঁক প্রশাসনের কর্মকর্তারা গঙ্গারামপুর ২৩শে জানুয়ারি দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যেগে দ্বিতীয় জেলা আয়ূষ মেলা অনুষ্ঠিত হল। মঙ্গলবার আয়ূষ মেলার আয়োজন করা হয় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের রবীন্দ্র ভবনে। মেলার শুরুতে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয় গঙ্গারামপুর শহরজুড়ে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে রবীন্দ্র ভবনে এসে শেষ হয়। সেই মিছিলে পা মিলান রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মধ্যে বিপ্লব মিত্র , জেলা মুখ্যসাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস সো এক ঝাঁক স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তারা।এরপর ফিতে কেটে বেলুন উড়িয়ে আয়ূষ মেলার সূচনা করেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। উপস্থিত ছিলেন ডিআইজি প্রসূন ব্যানার্জি,জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা,জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস সহ আরো অনেকেই। হোমিওপ্যাথি,আয়ূরবেদি, যোগাসন,ক্রেতা সুরক্ষা সহ মেলায় প্রায় ২২ টি স্টল রয়েছে। এদিন প্রতিটি স্টল ঘুরে দেখেন মন্ত্রী বিপ্লব মিত্র। পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন ছিল। সেখানে স্বেচ্ছায় প্রায় ৫০ জনের মতো রক্তদান করেন হাসপাতালে চলা রক্ত সংকট মেটানোর জন্য । রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, আয়ুর্বেদ ওষুধে যে কি ফল রয়েছে তা বুঝানোর জন্যই এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্টল করে মানুষজনকে সচেতনের বার্তা দেওয়া হয়েছে।২৩ থেকে২৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গঙ্গারামপুরে রবীন্দ্রভবনে মেলাতে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে। জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস জানিয়েছেন , দ্বিতীয়তম বর্ষের এই অনুষ্ঠান গঙ্গারামপুর রবীন্দ্রভবনে আয়োজন করা হয়েছে। বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে তিন দিন ধরে। অনেকেই উপকৃত হবেন এমন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এমন আয়ূষমেলার মাধ্যমে সাধারন মানুষজনদের মিছিল ও মেলাতে অংশগ্রহণ করার ভিড় ছিল ব্যাপক পরিমাণে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here