গণ ধর্ষণের শিকার হলেন এক যুবতি।ঘঠনাটি ২১তারিক রাত্রিবেলার

0
1219

গণ ধর্ষণের শিকার হলেন এক যুবতি।ঘঠনাটি ২১তারিক রাত্রিবেলার ঘঠনা জনা চারেক যুবক বাড়িতেই মদ্যপান করে বাড়িতে ধুকে ধর্ষন করে বলে অভিযোগ ঘঠনা এলাকার লোকজন ৩জনকে হাতেনাতে ধরে ১জন পালাতে সক্ষম হয়।বিষয়টি আশিঘর ফাঁড়ির পুলিশ খবর দিলে ৩জনকে গেপ্তার করে জলপাইগুড়ির আদালতে পাঠিয়ে ৫দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।ধৃত ব্যাক্তিদের নাম সঞ্জয় রায়,দুর্লভ রায় ও গোপাল রায় ধৃতদের বাড়ি একটিয়াশালে খাই খাই বাজার,খুদিরাম পল্লী ও শান্তিকলোনী এলাকাতে বাকি এক জনকে ধরা চেষ্টা চালাচ্ছে আশিঘড় ফারির পুলিশ।আগামি কাল ধৃতদের জলপাইগুড়ির আদালতে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here