ফুটবল খেলাকে আরো বেশি জনপ্রিয় করে তুলতে গঙ্গারামপুরে ফুটবল ক্লাব ১৬ টিমের সারাবাংলা ব্যাপী দিবারাত্রি ব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল, চ্যাম্পিয়ন হলো গঙ্গারামপুর থানা ও রানার্স বোলপুর একাদশ। ক্লাবের উদ্যোগকে সাধুবাদ জানালেন প্রাক্তন খেলোয়াড় থেকে শুরু করে বিশিষ্টজনেরা।
গঙ্গারামপুর ২৫ই জানুয়ারি দক্ষিণ দিনাজপুর। ফুটবল খেলার প্রতি মানুষজনদের উৎসাহ আরো বাড়িয়ে তোলার লক্ষ্যে বিরাট আকারে সারা বাংলাজুড়ে দিবারাত্রি ব্যাপী ১৬টিমের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল একটি নামকরা ক্লাবের নেতৃত্ব ও সদস্যরা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা ১৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত ফুটবল ক্লাবের সদস্যরা বাকি এমনও উদ্যোগ নেন। খেলার চ্যাম্পিয়ন হয় গঙ্গারামপুর থানা ও রানার্স হয় বোলপুর একাদশ। মাঠে খেলা দেখতে আসা প্রাক্তন খেলোয়াড়রাও ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। খেলা দেখতে গঙ্গারামপুর ফুটবল ময়দানে হাজার হাজার ফুটবল খেলাপ্রমী মানুষজনদের ভিড় হয়েছিল। ১২৭তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে স্বর্গীয় স্বর্ণকমল মিত্র স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি ও দ্বিজেন্দ্রনাথ হালদার স্মৃতি রাধা ট্রফির ১৬ টিমের সারা বাংলা ব্যাপী দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। আয়োজন করা হয়েছিল প্রীতি ম্যাচও। বুধবার রাতে চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে গঙ্গারামপুর থানা একাদশ ও বোলপুর একাদশের মধ্যে। গঙ্গারামপুর থানা টিম বোলপুর একাদশকে ২-০ গোলে হারিয়ে দেয়। চ্যাম্পিয়নদলকে ট্রফি সহ নগদ ৬০ হাজার টাকা ও রানাসদলকে ট্রফি সহ নগদ ৪০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। খেলায় ম্যান অফ দা সিরিজ নির্বাচিত হয় গঙ্গারামপুর থানা টিমের অমল বাস্কে। জানা গেছে, দীর্ঘদিন ধরে ফুটবল ক্লাবে বড় ধরনের খেলা হয়নি।ক্লাবের বেশকিছু সদস্য সম্পাদকসহ অন্যান্য নেতৃত্বদের সঙ্গে নিয়ে এমন খেলার আয়োজন করে। খেলা দেখতে হাজির হয়েছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, ক্লাবের সম্পাদক বরুণ সরকার, অন্যতম সদস্য গৌড়চাঁদ ঘোষ, মিলন ঘোষ, সনাতন হালদার ,মানব সরকার, হরিলাল রায়,সুকুমার ঘোষ ভুট্ট, হালদার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।এমন খেলার আয়োজন হওয়ায় সাধুবাদ জানান গঙ্গারামপুরের ফুটবল মাঠে খেলাধুলা করা প্রাক্তন খেলোয়াড় রামপ্রসাদ বর্মন। তিনি বলেন, বহুদিন পর মাঠে এমন খেলা দেখতে পেয়ে খুবই ভালো লাগছে ধন্যবাদ জানাই উদ্যোক্তাদের। ফুটবল ক্লাবের অন্যতম সদস্য তথা খেলার আয়োজন মিলন ঘোষ ও গৌড়চাঁদ ঘোষ ওরফে গোড়া জানিয়েছেন, ফুটবল ক্লাবের এই মাঠ থেকেই বহু খেলোয়াড় উঠে এসেছে। বহুদিন পর এমন খেলা আয়োজন করায় আমরা চেষ্টা করব আগামী দিনেও এমন খেলার আয়োজন করব। এদিন গঙ্গারামপুরে ফুটবল মাঠে এমন খেলা দেখতে প্রচুর পরিমাণে ফুটবল ভক্তদের ভিড় হয়েছিল।