কোচবিহার:- রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা আজ বাংলায় প্রবেশ করছে । আসাম বাংলা সীমান্ত বক্সিরহাটের জোরাই মোড় দিয়ে তিনি বাংলায় প্রবেশ করবেন । জুলাই মোড়ে তিনি একটি ছোট্ট সভা করবেন এরপর সোজা কোচবিহারের উদ্দেশ্যে বেরিয়ে যাবে। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে শেষ পর্যায়ে । কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত হয়েছে । মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী । এছাড়াও যে সমস্ত রোড দিয়ে তিনি যাবেন সেই এলাকাতে ও পুলিশ মোতায়ন করা হয়েছে। ।