কোচবিহার – : পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন মাথাভাঙ্গা শহরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গীতা রায় বর্মন।খুশির হাওয়া শহর জুড়ে।গীতা রায় বর্মন ভাওয়াইয়া শিল্পী।বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয় শুভেচ্ছা।পদ্মশ্রী পুরস্কার পাওয়ার খবর পেয়ে উচ্ছসিত তিনি।প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানান। তিনি বলেন তিনি পুরস্কার আমাকে দেওয়া হয়েছে আমি অনেকটা খুশি তবে কি কারণে পেলাম জানি না। ভাওয়াইয়া সঙ্গীত করি তার জন্য আমাকে দেওয়া হয়েছে । মাটির গান ভাওয়াইয়া । তার জন্য পুরস্কৃত হয়ে ভাল লাগছে ।
বাইট:- গীতা রায় বর্মন।