প্রতি বছরের মতো এবারো চক্ষু দান শিবির বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করলেন অগ্রগামী ক্লাবের সদস্যরা

0
258

প্রতি বছরের মতো এবারো চক্ষু দান শিবির বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করলেন অগ্রগামী ক্লাবের সদস্যরা।

৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান বস্ত্র বিতরন অনুষ্ঠান এছাড়াও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় বংশীহারী ব্লকের আমিলাস নোয়াপাড়া গ্রামের অগ্রগামী ক্লাবের সহযোগিতায়। সেই সঙ্গে করা হলো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন সেখানে উপস্থিত সকলকে বরণ করে নেওয়া হয়।এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন সেখানে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লকের সভাপতি গণেশ প্রসাদ,সহসভাপতি ছাড়াও বংশীহারী পঞ্চায়েত সমিতির সদস্যরা।বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতির হাত দিয়ে বহু দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয়।আমিলাশ গ্রামের অগ্রগামী ক্লাবের পরিচালনায় বছরে দুই বার সামাজিক কাজকর্ম করে থাকেন, একটি প্রজাতন্ত্র দিবস পালন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবং আরেকটি রমজান মাসে রজাদার মানুষ জনদের জন্য ইফতারের আয়োজন করা হয়। প্রতি বছর এই ক্লাবের অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকে এই এলাকার গ্রামবাসীরা। এই এলাকায় এরকম সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান হয়না বললেই চলে জানিয়েছেন ক্লাব কন্নধার। সেই জন্য এই অনুষ্ঠানে মানুষজনদের ভীর ছিল চোখে পড়ার মতো।

এই বিষয়ে বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ জানিয়েছেন,আজকে আমরা বংশীহারী ব্লকের সিঙ্গাদহ আমিলাশ গ্রামের অগ্রগামী ক্লাবের পরিচালনায় প্রজাতন্ত্র দিবস উদযাপন এবং বস্ত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সেখানেই আমরা সকলে এখানে একত্রিত হয়েছি।এই ক্লাবের সদস্যরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করে চলেছেন,আজকে আমি এখানে আসতে পারে ধন্য।

এই বিষয়ে অগ্রগামী ক্লাবের কর্ণধার ওসমান গনি জমিয়েছেন আজকে আমরা অগ্রগামী ক্লাবের পরিচালনায় প্রজাতন্ত্র দিবস উদযাপন এবং বস্ত্র বিতরন অনুষ্ঠান করা হলো।প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা প্রতি বছরের মতো এবারও এই অনুষ্ঠান করা হলো,যা আগামীতেও করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here