তপনের দিলালপুরে সাব মার্শিবল পাম্পের উদ্বোধন করলেন তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন। সোমবার দুপুর নাগাদ আনুষ্ঠানিকভাবে এই পাম্পের উদ্বোধন করা হয়। জানা যায়, দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ১০নং মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের দিলালপুরের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে পানীয় সমস্যা। তপন পঞ্চায়েত সমিতির তরফে সেই গ্রামে পানীয় জলের জন্য এই সাব মার্শিবল পাম্পের ব্যবস্থা করা হয়। যে কাজে জন্য পঞ্চায়েত সমিতির তরফে ২ লক্ষ ৯১ হাজার ২৭০ টাকা বরাদ্দ করা হয়। এদিন ফিতে কেটে, নারকেল ফাটিয়ে সেই পাম্পের উদ্বোধন করা হয় আনুষ্ঠানিকভাবে। যেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন সহ উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির মেম্বার মালতী মুর্মু, গ্রাম পঞ্চায়েতের মেম্বার শিবাস বর্মন, বিশিষ্ট সমাজসেবী গৌতম বর্মন সহ অন্যান্য বিশিষ্টজনরা।