আবারো বিএসএফের বিরুদ্ধে বিস্ফোরক মমতা!

0
195

আবারো বিএসএফের বিরুদ্ধে বিস্ফোরক মমতা! বালুরঘাটের প্রশাসনিক সভা থেকে সীমান্তের বাসিন্দাদের দেশ থেকে তাড়ানোর কার্ড বিলির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩০ জানুয়ারী ———– সীমান্তের বাসিন্দাদের দেশ থেকে তাড়ানোর কার্ড বিলি করছে বিএসএফ। সরকারী অনুষ্ঠান থেকে বিস্ফোরক মন্তব্য খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার বিকেলে বালুরঘাট স্টেডিয়ামে আয়োজিত প্রশাসনিক সভায় বক্তব্য রাখতে উঠে এমনই কড়া ভাষায় বিএসএফকে আক্রমণ করতে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। লোকসভা নির্বাচনের প্রাক মুহুর্তে জেলায় এসে খোদ রাজ্যের সর্ব্বোচ্চ প্রশাসকের এমন মন্তব্যে যথেষ্টই আলোড়ন ছড়িয়ে পড়েছে। জানা গেছে, এদিন বালুরঘাট স্টেডিয়ামে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করতে আসেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে করে নামবার পর জনসংযোগ করতে কিছুটা পায়ে হেটে এসে পৌঁছান স্টেডিয়ামে। যেখানে বক্তব্য রাখতে উঠেই কড়া ভাষায় বিএসএফকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ‘বিএসএফ সীমান্তে অত্যাচার চালাচ্ছে। কিছু কিছু জায়গায় বিএসএফ কার্ড বিলি করছে । বলছে এই কার্ডটা নিতে হবে’ । তিনি ডিএম’ ও এসপি কে নির্দেশ দেন, যারা এপার থেকে কাজ করতে ওপারে যায়, ইনার কার্ড আপনি ইস্যু করবেন । বিএসএফের কার্ড ওরা নেবে না । তার কারণ, বিএসএফের কার্ড নিলে ওদের ওপার থেকে ভাগিয়ে দেবে, এপার থেকে ভাগিয়ে দেবে । মানুষকে রাখতে দেবেনা এটা ওদের একটা প্ল্যান । অনেককে গুলি করে মারে, অনেককে অত্যাচার করে মারে, আমি আশা করতে পারিনা এটা বলেও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের আক্রমণ শানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুধু তাই নয়, ইলেকশনে ভোটারদের লাইন করানো নিয়েও বিএসএফ কে তোপ দাগেন মুখ্যমন্ত্রী । তাঁর হুঁশিয়ারি, ইলেকশন চলে যাবে, আমরা কিন্তু থাকবো !

এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে প্রশাসনিক সভায় যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঞ্চ থেকে একাগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেছেন তিনি । দুয়ারে সরকার থেকে থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার নিয়েও রাজ্য সরকারের জোরদার কাজের প্রচার করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ষাট বছর বয়সের পরেও এই প্রকল্প চলবে । অটোমেটিক বার্ধক্য ভাতায় রূপান্তরিত হয়ে যাবে এই প্রকল্প বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় । এছাড়াও উদ্বাস্তু কলোনির সকলকে বিনামূল্যে পাট্টা দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here