বাংলায় এনআরসি কোনভাবেই করতে দেবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী তার শেষ রক্তবিন্দু থাকতে। বাংলায় এর আগেও আমরা আটকেছি, এবারও আটকাবো । আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে প্রশাসনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন এই রাজ্যের চরম সংকটের মধ্যেও তারা সাধারণ মানুষদের বিভিন্ন পরিষেবা দিয়ে আসছেন প্রতিনিয়ত। তিনি এদিন চরম হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী এক তারিখ অব্দি তিনি অপেক্ষা করবেন। তারপর কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারকে বঞ্চনার প্রতিবাদে আবারো আন্দোলনে নামবেন।। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন তারা সব সময় চান সাধারণ মানুষ যাতে ভালো থাকেন। আমরা মানুষকে ভালো রেখেছি কিন্তু কেন্দ্র সরকার সাধারণ মানুষকে প্রতিনিয়ত বঞ্চনা করে চলছে। ভোট এলেই বিজেপি দল নানান রকম ভাবে মানুষকে প্রলোভন দেখান কখনো রেশনের চাল নিয়ে কখনো বা আবার ১৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবার প্রলোভন দিয়ে। কিন্তু ভোট প্রেরণের সঙ্গে সঙ্গে সবকিছু তাদের উধাও হয়ে যায়।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর বাংলায় এনআরসি কোনভাবেই করতে দেবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী তার শেষ রক্তবিন্দু থাকতে