কোচবিহার জানুয়ারি ৩০ :- মুখ্যমন্ত্রীর নির্দেশে অনুযায়ী সোমবার এক মহিলার সমস্যার কথা শুনলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা । পাশাপাশি তার সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা করা হবে বলেও যেদিন তিনি জানান । উল্লেখ্য সোমবার কোচবিহার রাসমেলা ময়দানে সরকারি জনসভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সবার শেষ হতেই মুখ্যমন্ত্রী যখন মঞ্চ থেকে নেমে হেলিপেডের দিকে যাচ্ছিলেন ঠিক সেই সময় এক মহিলা কান্না করতে করতে দৌড়ে আসেন মুখ্যমন্ত্রী দিকে তখন মুখ্যমন্ত্রী তার নিরাপত্তা রক্ষীকে তাকে আসতে দিতে বলেন । এরপরেই এই মহিলা নিজের দুঃখের কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন । ওই মহিলা নাম রূপসানা পারভীন । বাড়ি তুফানগঞ্জ মহকুমার সালডাঙ্গা এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের এলাকায় । তার বক্তব্য অনুযায়ী তার আড়াই বছরের তিনটে জমজ সন্তান রয়েছে, স্বামী বর্তমানে অসুস্থ জমি জামা কিছুই নেই । এই পরিস্থিতিতে বাচ্চাদের ভরণ পোষণের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা তৈরি হচ্ছে। বাচ্চাদের কথা চিন্তা করেই সোমবার মুখ্যমন্ত্রী যখন সভা মঞ্চ ছেড়ে হেলিকপ্টারের দিকে যাচ্ছিলেন তখন তিনি তার রাস্তা আটকে তার দুঃখের কথা জানান। সেই সময় মুখ্যমন্ত্রী কোচবিহার জেলাশাসক এর সাথে দেখা করার নির্দেশ দেন। সেই কথা অনুযায়ী জেলা শাসক মঙ্গলবার তাদের ডেকে নিয়ে যায় তার দপ্তরে। যাদের বিভিন্ন পরিষেবা সম্পর্কে তাদের কাছ থেকে জানানো তাদের সমস্যার কথা শোনেন ।
কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে তার সাথে কথা হয়েছে । রুপসানা পারভীন ইতিমধ্যেই তিনি বেশকিছু সরকারি প্রকল্পের আওতাধীন রয়েছেন। খাদ্য সাথী থেকে শুরু করে স্বাস্থ্য সাথী কার্ড সমস্তটাই তার রয়েছে । পরবর্তীতে সরকারিভাবে তাকে যতটা সহযোগিতা করা দরকার এবং তিনি যাতে সচ্ছল ভাবে তার পরিবার নিয়ে চলতে পারেন সেই ব্যবস্থা করবে জেলা প্রশাসন। এই সম্পূর্ণটাই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অনুভূতিক্রমে। মুখ্যমন্ত্রী এই উদ্যোগে খুশি গোটা পরিবার। দ্রুত তাদের একটি ব্যবস্থা হবে বলেও আশাবাদী তারা।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর মুখ্যমন্ত্রীর নির্দেশে অনুযায়ী সোমবার এক মহিলার সমস্যার কথা শুনলেন জেলাশাসক অরবিন্দ কুমার...