জলপাইগুড়ি:-
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আলকাতরা মাখিয়ে জুতোর মালা পরানোর হুমকি কংগ্রেস নেতৃত্বের।
মঙ্গলবার এক বিক্ষোভে শামিল হয় কংগ্রেসের জলপাইগুড়ি টাউন ব্লক কমিটি। কংগ্রেস টাউন ব্লক সভাপতি অম্লান মুন্সির অভিযোগ, কদর্য ভাষায় রাহুল গান্ধিকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তারই প্রতিবাদে এদিন কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা। যদিও বিক্ষোভ এখানেই থেমে থাকেনি। রাজ্যের বিরোধী দলনেতার ছবিতে আলকাতারা মাখিয়ে জুতোর মালা পরানো হয়। পাশাপাশি, অম্লান মুন্সি জানিয়েছেন, দ্রুত শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নাহলে এরপর যেদিন শুভেন্দু অধিকারী জলপাইগুড়ি আসবেন, তাকে আলকাতরা মাখিয়ে, জুতোর মালা পরানো হবে।
ভিস বাইট👇