গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েত গৌরীপুরে বুধবার রাতে তেলের ট্যাঙ্কারের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল টোটোর চালকের

0
423

গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েত গৌরীপুরে বুধবার রাতে তেলের ট্যাঙ্কারের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল টোটোর চালকের,ঘটনায় আহত হল এক মহিলা সহ ৫জন ,তদন্ত শুরু করেছে পুলিশ গঙ্গারামপুর ১ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর।তেলের ট্যাঙ্কারের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল টোটোর চালকের।গুরুতর আহত হলেন টোটোতে থাকা এক মহিলা সহ ৫জন।চঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত গৌরীপুর এলাকায়।ঘটনার খবর পেতেই সেখানে এলাকাবাসীদের পাশাপাশি প্রাক্তন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি তথা নন্দনপুর এলাকার বাসিন্দা মজীরুদ্দিন মন্ডল ওরফে ডলু ছুটে এসে তাদের পাশে দাড়ান।মজীরুদ্দিন মন্ডল ওরফে ধলুর সহযোগিতায় আহতদের গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়,পুলিশ এসে ঘাতক গাড়িগুলোকে উদ্বার করে থানায় নিয়ে এসে ঘটনার তদন্ত শুরু করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার রতনপুর থেকে দিকে যাত্রী বোঝায় করে একটি টোটো গঙ্গারামপুর থানার ডিটলের দিকে আসছিল।টোটোতে টোটো চালক সহ মোট ৫/৬জন যাত্রী ছিল।অন্যদিকে গঙ্গারামপুর থানার ডিটোলহাটের দিক থেকে মালদা জেলার নালাগোলার দিকে যাচ্ছিল একটি তেলের ট্যাঙ্কার।গঙ্গারামপুর থানার গৌরীপুর এলাকায় রাস্তার পাশে পাথর থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় তেলের ট্যাঙ্কার ও টোটোর সঙ্গে।টোটোতে থাকা ৫/৬জন যাত্রীর মধ্য এক মহিলা সমেত ৫জন গুরুতর আহত হয়।ঘটনাস্থলে মৃত্যু হয় টোটো চালকের।গঙ্গারামপুর থানার পুলিশ জানায় ,মৃত ব্যক্তির নাম এসারুল মিঞা
(৪৫),তার বাড়ি গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েত নাগন এলাকায়।ঘটনায় আহতরা হলেন, ভোমর আলী, রফি উদ্দিন মিয়া ,জার্জিস আলী, রাজিকুল রহমান, মোসলেমা বিবি ,সহ পাঁচজন আহত হয়।আহতদের বাড়ি গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের নাগন, সহ বিভিন্ন এলাকায়।ঘটনার খবর পেতেই সেখানে ছুটে আসেন এলাকার বাসিন্দাদের পাশাপাশি নন্দনপুর এলাকার বাসিন্দা তথা প্রাক্তন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মজীরুদ্দিন মন্ডল ওরফে ধলু। তিনি বাসিন্দাদের সহযোগিতায় আহতদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন।এমন ঘটনায় পরে বন্ধ হয়ে যায় ডিটোল থেকে নালাগোলা যাবার যান চলাচল।রাস্তার ধারে পাথর ফেলে রাখার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা।পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর থানার পুলিশ ও বংশীহারী দমকল বাহিনীর একটি গাড়ি। এবিষয়ে নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তথা প্রাক্তন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মজীরুদ্দীন মন্ডল ওরফে ধলু বলেন, একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দ্রুত গতিতে টোটোটিকে ধাক্কা মারলে টোটো চালক যেমন মারা যায় তেমনি এক মহিলা সহ ৫জন আহত হয়। আহত ও নিহতদের পাশে দাঁড়ানো হয়েছে।তারা সকলেই ওই টোটোতে ছিল। মৃতের এক আত্মীয় জানিয়েছেন, এমন ঘটনা ঘটে যাবে ভাবতেই পারছিনা।ট্রাক দুর্ঘটনার ঘটিয়ে এমন কাণ্ড করে বসেছে।পুলিশ তদন্ত করলে সব পরিষ্কার হয়ে যাবে। গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে,পথ দুর্ঘটনায় টোটো চালকের মৃত্যুর পাশাপাশি এক মহিলাসহ ৫জন আহত হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এমন ঘটনায় মৃত ও আহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here