উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘির ১২ নম্বর জাতীয় সড়কে ভূট্টা বোঝাই লড়ি উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটল

0
159

উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘির ১২ নম্বর জাতীয় সড়কে ভূট্টা বোঝাই লড়ি উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনায় দায়িত্বপ্রাপ্ত এক সিভিক ভলেন্টিয়ারের মৃতদেহ উদ্ধার হয়েছে।বেশ কয়েকজন অপেক্ষামান যাত্রী লড়ির তলায় চাপা পড়ার আশঙ্কা করছে স্থানীয় মানুষ। স্থানীয় মানুষ সহ বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে হাত লাগিয়েছে। ঘটনাস্থলে আনা হয়েছে অত্যাধুনিক ক্রেন।

সূত্রের খবর, বুধবার রাত্রি আটটার নাগাদ ডালখোলার দিক থেকে রায়গঞ্জ গামী একটি ১৬ চাকার ভূট্টা বোঝাই একটি লড়ি টুঙ্গিদিঘি ১২ জাতীয় সড়কে উল্টে যায়। সেখানে গাড়ি ধরার জন্য দাড়িয়েছিলেন বেশ কয়েকজন। আচমকা লড়িটি সেখানে উল্টে যাওয়ায় অপেক্ষামান যাত্রীরা পালাতে পারেন নি। দুর্ঘটনার পর আশেপাশের বহু মানুষ সেখানে জড়ো হয়ে উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় করনদিঘি থানার পুলিশ। উদ্ধারকারিরাই ঘটনাস্থল থেকে মহবুল হক নামে এক দায়িত্বপ্রাপ্ত সিভিক ভলেন্টারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। মহবুল হককে করনদিঘি গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে মৃত বলে ঘোষনা করা। উদ্ধারকারি দল বেশ কয়েকজনকে উদ্ধার করে। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।ইতিমধ্যে উদ্ধার কাজে অত্যাধুনিক ক্রেন সহ বিপর্যয় মোকাবিলা দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছে স্থানীয় মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here