বর্তমানে মৌমাছি প্রতিপালন বা মধু চাষ একটি ক্ষুদ্র শিল্পে পরিণত হয়েছে

0
149

রাজ্যের অনেক বেকার যুবক বাড়তি লাভের আশায় এই পেশাকে বেছে নিয়েছেন। পেটের টানে কনকনে ঠান্ডায় উত্তর দিনাজপুরে এসেছেন মালদার কিছু মধু চাষী।
মৌমাছি চাষ করে ভাল টাকা আয় করুন এই শীতে। বর্তমানে মৌমাছি প্রতিপালন বা মধু চাষ একটি ক্ষুদ্র শিল্পে পরিণত হয়েছে। রাজ্যের অনেক বেকার যুবক বাড়তি লাভের আশায় এই পেশাকে বেছে নিয়েছেন। পেটের টানে কনকনে ঠান্ডায় উত্তর দিনাজপুরে এসেছেন মালদার কিছু মধু চাষী।

মধু চাষী মহম্মদ শরিফুল শেখ জানান, সারা বছর বিভিন্ন জায়গায় মৌমাছি পালন করে জীবিকা নির্বাহ করে থাকেন তাঁরা। বহু বছর ধরে বংশ পরম্পরায় এই পেশায় যুক্ত মধু চাষিরা। বাক্স নিয়ে মধু সংগ্রহ করতে প্রতিবার এই জেলায় ছুটে আসেন এই মধু চাষীরা। আরেক মধু চাষী আব্দুল কালাম জানান, মোট ১৪০টি মৌমাছির বাক্স তাঁদের কাছে রয়েছে। এক একটি বাক্সে সর্বনিম্ন ৫০ হাজার মৌমাছি থাকে। একটি বাক্স তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দামে তারা কিনেছেন।জানা যায়, একটি বাক্স থেকে সারা বছর সর্ব মোট ২৫ কেজির মতো মধু পাওয়া যায়। যা বাজারে ১০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। একবার এই মৌমাছি সমেত বাক্স কিনে নিলে পুরো বছর জুড়ে এই মৌমাছি চাষ করে ভাল টাকা আয় করা সম্ভব। তাই স্বল্প পরিশ্রমে মৌমাছি চাষে আর্থিক দিক থেকে লাভবান হয়ে উঠুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here