আলিপুরদুয়ার কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানে শুক্রবার চা শ্রমিকদের জমিরের পাট্টা প্রদান করা হল প্রশাসনের থেকে । এদিন কালচিনি ব্লক প্রশাসন ও ভূমি দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে বাগানের প্রায় ৫০০জন শ্রমিকদের জমিরের পাট্টা প্রদান করা হয়। এদিনের পাট্টা বিতরণ কর্মসূচিতে আধিকারিকদের ছাড়া উপস্থিত ছিলেন কালচিনি পঞ্চায়েত সমিতির সভাপতি শাদে লোহার, জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, কালচিনির বিশিষ্ট সমাজসেবী অসীম কুমার লামা সহ অন্যান্যরা। এদিন রাজ্য সরকারের তরফে জমি পাট্টা পেয়ে খুশি চা বাগানের শ্রমিকরা ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানে শুক্রবার চা শ্রমিকদের জমিরের পাট্টা প্রদান করা...