অনন্ত পুর গ্রাম পঞ্চায়েত এর ভারকুল নাটমন্দির এর পাশে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি থেকে আজ উদ্বোধন করা হলো আধুনিক মানের একটি শৌচাগার।প্রতিবছর dol যাত্রা সময় এখানে নাম কীর্তন হয়।সেই সময় এখানে প্রচুর মানুষ আসেন।সেই সময় শৌচ কর্ম করতে তাদের ভীষণ অসুবিধা দেখা দিত।অবশেষে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির থেকে 15 ফিনাস থেকে প্রায় সাত লাখ টাকা ব্যয়ে এই শৌচাগার নির্মাণ করা হয়।আজ সেটার উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর নন্ত পুর গ্রাম পঞ্চায়েত এর ভারকুল নাটমন্দির এর পাশে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি...