আর্থিক ভাবে অনেক বেশি লাভজনক হওয়াতে গাঁদা ফুল চাষে আগ্রহ বাড়ছে কালিয়াগঞ্জে আজকের প্রজন্মের কৃষকদের। গৃহস্থ বাড়ির আনাচেকানাচে গাঁদা ফুলের গাছ দেখা যায়। কিন্তু, কৃষি ব্যবস্হার আধুনিকিকরণের সঙ্গেই বিবর্তনের ছোঁয়া লেগেছে গাঁদা ফুল চাষে। আর্থিক ভাবে লাভজনক এবং উঁচু পতিত জমিতে চাষ সম্ভব বলে এখন প্রথাগত চাষবাসের পাশাপাশি বহু কৃষক বানিজ্যিক ভাবে গাঁদা ফুলের চাষে আগ্রহী হচ্ছেন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও অঞ্চলের সাহেবঘাটা এলাকার শুভ সরকার ও বুবাই সরকারের মতো বহু কৃষক এখন গাঁদা ফুল চাষের মাধ্যমে আর্থিক ভাবে সাবলম্বী হয়ে উঠেছেন।একদিকে বিয়ের মরসুম তার পাশাপাশি সামনেই সরস্বতী প্রজা তার কারণে গাঁদা ফুলের চাহিদা প্রচুর ।গাদা ফুল চাষি শুভ সরকার বুবাই সরকাররা জানান তাদের জমিতে তিন প্রজাতির গাঁদা ফুলের গাছ লাগিয়েছে।ভালোই ফলন হয়েছে।তাদের ফুল কালিয়াগঞ্জের বিভিন্ন বাজারে যায় পাশাপাশি রায়গঞ্জ, মালদা,বালুরঘাট সহ পাশের রাজ্যে বিহারে যায়।কেজি ৪০ টাকা দরে পাইকারি হিসাবে বিক্রি করে।ফলে প্রথাগত কৃষি কাজের পাশাপাশি গাঁদা ফুল চাষ করে ভালোই লাভ হচ্ছে বলে জানান কৃষকেরা।