শিলিগুড়ি:-
এবার সন্দেশখালির পরিস্থিতি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক।প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে।পলাতক তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহাজাহান গ্রেপ্তার না হওয়ার পিছনে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তিনি।আজই সন্দেশখালির পপরিস্থিতি খতিয়ে দেখতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস।সোমবার শিলিগুড়ি সংলগ্ন রাধাবাড়ি এলাকায় বিএসএফ হেডকোয়ার্টারে রোজগার মেলায় যোগ দেন তিনি।সেখানে প্রায় শতাধিক যুবক যুবতীদের হাতে নিয়োগ পত্র তুলে দেন তিনি।আর তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশিথ প্রামাণিক বলেন,”সন্দেশখালিতে যা হচ্ছে তা দু:খজনক ঘটনা।রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকতেও মহিলাদের সম্মান ভুলুন্ঠিত হচ্ছে।রাতের অন্ধকারে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, অশালীন আচরণ করা হচ্ছে তা বাংলায় মেনে নেওয়া যায় না।