লটারির টিকিট কেটে কোটিপতি হলেন বংশীহারী ব্লকের এক সিএনজি মিস্ত্রি।

0
509

সকালে ১৫০ টাকার দেয়ার লটারির টিকিট কেটে কোটিপতি হলেন বংশীহারী ব্লকের এক সিএনজি মিস্ত্রি।

লটারি কেটে রাতারাতি ভাগ্য ফিরেছে অনেকেই। মাত্র ১৫০ টাকার দেয়ার লটারি কেটে কোটিপতি বংশী হারী ব্লকের পাচরাই গ্রামের এক সিএনজি চালক। এই ঘটনার খবর ছড়াতেই তোলপাড় পড়ে গিয়েছে গোটা বংশীহারী ব্লক জুড়ে। সোমবার লটারি কেটে সোমবারই কোটিপতি হয়েছেন। মাত্র ১৫০ টাকার টিকিটেই তাঁর সংসারের হাল ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। লটারি কেটে ‘লক্ষ্মীলাভ’-এর একাধিক নজির রয়েছে রাজ্যে। এবার লটারি কেটে ভাগ্য ফিরলো সিএনজি চালক জাহাঙ্গীর আলমের। বংশীহারী ব্লকের এক ছোট ব্যবসায়ী তিনি। দশ সেমের ১৫০ টাকা দিয়ে টিকিট কেটে ছিলেন তিনি । এই ঘটনা নিয়ে এলাকায় শুরু হয়েছে চর্চা। লটারি কেটে মোটা টাকা পুরস্কার জিতলেন ডিটল এলাকার বাসিন্দা জাহাঙ্গির আলম। সেই ব্যবসার উপার্জন দিয়েই স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে কোনওরকমে চলত তাদের সংসার। লটারিতে কোটি টাকা জিতার জন্য ওই মিস্ত্রির বাড়িতে প্রচুর লোকজন পৌঁছেছে।আজ রাতেই কলকাতার উদ্যেশ্যে রওনা হয়েছে জাহাঙ্গীর আলম সহ তার পরিবার।

এই বিষয়ে প্রথম পুরস্কার প্রাপ্ত জাহাঙ্গীর আলম এবং স্থানীয় বাসিন্দা রিয়াজুল ইসলাম জানিয়েছে ১৫০ টাকার টিকিট কেটে প্রথম পুরস্কার ১ কোটি টাকা পেয়েছি। ভীষণ ভালো লাগছে প্রথম পুরস্কার পেয়ে। এখনো বিশ্বাস হচ্ছে না যে এরকম একটি জায়গা থেকে প্রথম পুরস্কার পাবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here