সন্দেশখালীর ঘটনা নিয়ে ডিএম অফিস ঘেরাও ও আইন অমান্য কর্মসূচি বামেদের

0
157

সন্দেশখালীর ঘটনা নিয়ে ডিএম অফিস ঘেরাও ও আইন অমান্য কর্মসূচি বামেদের। বালুরঘাট শহর জুড়ে বিক্ষোভ মিছিল বাম নেতা কর্মীদের।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৩ ফেব্রুয়ারী ——- সন্দেশখালির মূল অপরাধী কে গ্রেফতার ও প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের নি:শর্ত মুক্তির দাবিতে ডি এম অফিস অভিযান, আইন অমান্য ও জেল ভরো কর্মসূচি বামফ্রন্টের। মঙ্গলবার বিকেলে এই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় বালুরঘাটের থানা মোড় এলাকায়। চলে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তিও। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করতে হবে, বকেয়া মজুরি পরিশোধ ,সন্দেশখালির মূল অপরাধী কে গ্রেফতার, নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তি, শ্রম কোড, বিদ্যুৎ বিল, স্মার্ট মিটার বাতিল করা, ব্যাংক, বীমা, রেলসহ রাষ্ট্রয়াত্ত্ব সংস্থা বিক্রি বন্ধ করা, বন্ধ কারখানা খোলা ,নতুন শিল্প গড়ে কর্মসংস্থান গড়ার দাবি সহ একাধিক দাবিতে এদিন বিক্ষোভ দেখান বাম নেতা কর্মীরা। বালুরঘাট সরকারী বাস স্ট্যান্ড এলাকা থেকে শুরু হওয়া বাম নেতা কর্মীদের ওই মিছিলটি গোটা শহর পরিক্রমা করে। এরপরেই ডিএম অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন বাম নেতা কর্মীরা। ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পুলিশের সাথেও। যাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here