হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন দক্ষিণ দিনাজপুর জেলার বরিষ্ঠ চিত্র সাংবাদিক ভাস্কর চ্যাটার্জ্জী

0
348

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন দক্ষিণ দিনাজপুর জেলার বরিষ্ঠ চিত্র সাংবাদিক ভাস্কর চ্যাটার্জ্জী। শ্রদ্ধা জ্ঞাপন সাংবাদিকদের।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৩ ফেব্রুয়ারী : প্রয়াত হলেন দক্ষিণ দিনাজপুর জেলার বরিষ্ঠ চিত্র সাংবাদিক ভাস্কর চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০। ভাস্কর চট্টোপাধ্যায় শুধুমাত্র সাংবাদিকই ছিলেন না, তিনি একাধারে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, স্ক্রিপ্ট রাইটার হিসাবেও সুখ্যাতি অর্জন করেছিলেন। দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস্ ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রাক্তন সভাপতিও ছিলেন ভাস্কর বাবু। এই বরিষ্ঠ সাংবাদিক দীর্ঘ বছর একাধিক দৈনিক সংবাদমাধ্যমের সাথে যুক্ত ছিলেন। মঙ্গলবার সকালে হঠাৎই ভাস্কর বাবু অসুস্থ বোধ করায় তাকে চিকিৎসার জন্য বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। যে ঘটনায় কার্যত শোকস্তব্ধ দক্ষিণ দিনাজপুর জেলার সাংবাদিক মহল। এদিন বিকেলে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস্ ক্লাবে তার মরদেহ আনা হয়, সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানান সাংবাদিকরা। এদিন যেখানে উপস্থিত হয়ে সাংবাদিক ভাস্কর চ্যাটার্জ্জীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ীও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here