ইন্টার ন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেল গঙ্গারামপুরে দুই ছাত্র

0
368

ইন্টার ন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেল গঙ্গারামপুরে দুই ছাত্র, সংবর্ধনা দিয়ে সহযোগিতার হাত বাড়ান গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি, সাধুবাদ জানালেন সকলেই

গঙ্গারামপুর,১৫ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর: ইন্টার ন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রেঞ্জ পদক পেল। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের দুই প্রতিযোগীর এমন সাফল্যে সকলেই খুশি হয়েছেন।এদিন ওই কৃতি দুই খেলোয়াড় তাদের বাড়িতে ফিরতেই সংবর্ধনা দিলেন গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার। সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হল তাদের দিকে। সভাপতির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই
ফেব্রুয়ারি মাসের ৭ থেকে ১১ তারিখে পর্যন্ত নিউ দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম ইন্টার ন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নিয়েছিল প্রশিক্ষক নানক রায়ের ছাত্র শুভঙ্কর রায় এবং ছাত্রী শিপ্রা সরকার। দেশের হয়ে খেলে শুভঙ্কর ও শিপ্রা ব্রেঞ্জ পদক পায়। এদিন তাঁরা ঘরে ফিরতে সংবর্ধনার জোয়ারে ভাসে। এদিন দুই খোলোয়াড়কে পুস্পত্ববক ও উপহার দিয়ে সংবর্ধনা দেন নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার রাধানগরের বাসিন্দা তথা গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার।সেই অনুষ্ঠানে হাজির ছিলেন গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রঞ্জন প্রামানিক, বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল নেতা সঞ্জয় সরকার,কিক বক্সিং প্রশিক্ষক নানক রায় সবার অনেকেই।
গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার বলেন,আমাদের জেলা থেকে দেশের হয়ে দিল্লিতে কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছিল দুজন ছাত্রছাত্রী। সেখানে ব্রেঞ্জ পদক পেয়ে তারা আমাদের জেলা তথা গঙ্গারামপুরের মুখ উজ্জ্বল করেছে। তারা আমাদের কাছে গর্ব। আগামী দিনে তারা আরো ভালো জায়গায় খেলবে বলে আমাদের আশা। গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। পদক নিয়ে বাড়িতে ফিরে সংবর্ধনা পেয়ে খুশি হয়ে ছাত্র জানালো , আগামী দিনে আরো ভালো কিছু করার চেষ্টা করব। শিক্ষক জানালেন, ওদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক তার জন্য যথাযথ চেষ্টা করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here