গঙ্গারামপুরের নয়াবাজার ছদ্মবেশী ক্লাব স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো

0
160

হাসপাতালে চলা রক্ত সংকট মোটানোর জন্য গঙ্গারামপুরের নয়াবাজার ছদ্মবেশী ক্লাব স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো,আয়োজন করা হলো বিরাট আকারে ব্যাডমিন্টন খেলার, যা চলবে কয়েকদিন ধরে গঙ্গারামপুর ১৫ ই ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর। হাসপাতালে চলা রক্ত সংকট মেটাতে এগিয়ে এল একটি ক্লাব কর্তৃপক্ষ। সেই সঙ্গে বিরাট আকারে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করল তারা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের নয়াবাজার ছদ্মবেশী ক্লাবের তরফে এদিনের এই রক্তদান শিবির ও ব্যাডমিন্টন খেলার সূচনা করেন সমাজসেবী শঙ্কর সরকার। সেখানে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান , পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, বিশিষ্ট সমাজসেবী, ক্লাবের সভাপতি সম্পাদক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। শিবিরে প্রায় ৩৫জন স্বেচ্ছায় রক্তদান করেন। ক্লাব উদ্যোক্তাদের সাধুবাদ জানান বিশিষ্ট সমাজসেবী। ক্লাব কর্তৃপক্ষও জানান, তারা এমন কাজ আগামী দিনেও করে যাবেন মানুষজনদের স্বার্থে। গঙ্গারামপুরে নয়াবাজার হাটখোলাতে অবস্থিত ছদ্মবেশী নামে এই ক্লাবটি। সারা বছর ধরে এই ক্লাবের সদস্যরা মানুষ যুদ্ধের পাশে থেকে বিভিন্ন ধরনের কাজ করে যান।সেটা বন্যার সময়ে দুর্গত মানুষজনদের পাশে দাঁড়িয়ে বা কোভিদ ১৯ পরিস্থিতির মধ্য দিয়ে মানুষজনদের পাশে দাঁড়িয়ে নানা ধরনের সাহায্য করে দৃষ্টান্ত স্থাপন করেছে এই ক্লাবটি। বর্তমানে জেলা জুড়ে বিভিন্ন হাসপাতাল গুলিতে চলছে তীব্র রক্ত সংকট। সেই সংকট মিটানোর জন্য এদিন বিরাট আকারে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করে ক্লাব প্রাঙ্গণে। ফিতে কেটে রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী শঙ্কর সরকার, সেখানে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সদস্য বাবলু পাল,গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, সমাজসেবী ওয়াসিন আলীমির, সমাজসেবি সঞ্জিত সরকার, ছদ্মবেশী ক্লাবের সম্পাদক নবীন পাল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। সমাজসেবি শঙ্কর সরকার জানান, এই ক্লাব সারা বছর মানুষজনের পাশে থেকে কাজ করে যায়। রক্তদান শিবিরের মতো মহৎ কাজ করেছে তারা। ব্যাডমিন্টন খেলার আয়োজন করেছে ধন্যবাদ জানাই তাদের। মানুষজনদের পাশে থেকে তারা সব সময় কাজ করে যাবে সেই আশায় রাখছি। ছদ্দবেশী ক্লাবের সম্পাদক নবীন পাল জানিয়েছেন,সারা বছর মানুষজনদের পাশে থেকে আমরা কাজ করে যাই।হাসপাতালে রক্ত সংকট মেটানোর জন্যই এমন কাজ করে যাচ্ছি। মোবাইল ছেড়ে সকলেই খেলাধুলার দিকে এগিয়ে আসুক সেই কারণে ব্যাডমিন্টন টুনামেন্টের আয়োজন করা হয়েছে। ছদ্দবেশী ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here