সন্দেশখালির ঘটনা নিয়ে সুকান্তর শহরে পুড়লো মুখ্যমন্ত্রীর কুশপুতুল

0
291

সন্দেশখালির ঘটনা নিয়ে সুকান্তর শহরে পুড়লো মুখ্যমন্ত্রীর কুশপুতুল। ঘেরাও পুলিশ সুপারের অফিসও।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৫ ফেব্রুয়ারী ——– সন্দেশখালির ঘটনা নিয়ে বিক্ষোভের আগুন জ্বললো সুকান্তর শহরেও। টায়ারের আগুনে পুড়ল মুখ্যমন্ত্রীর কুশপুতুল। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বালুরঘাট শহরে। যদিও বিজেপির ডাকা এই আন্দোলনকে ঘিরে অনেক আগে থেকেই প্রস্তুত ছিল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। এদিন মূলত সন্দেশখালির মহিলাদের উপর নির্যাতনের ঘটনা ও সুকান্তর উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদেই রাজ্য জুড়ে রাস্তায় নামে বিজেপির নেতা কর্মীরা। চলে জেলায় জেলায় পুলিশ সুপার অফিস ঘেরাও করে বিক্ষোভের ঘটনাও। এদিন বালুরঘাটে যে আন্দোলনের পুরোভাগে থেকেই নেতৃত্ব দিতে দেখা যায় বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী ও বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরীকে। জেলা কার্যালয় থেকে শুরু হওয়া বিজেপির ওই বিক্ষোভ মিছিলটি এদিন প্রথমেই পুলিশ সুপার অফিসের সামনে এসে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। যাকে ঘিরেই তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। চলে পুলিশ কর্মীদের সাথে বিজেপির নেতা কর্মীদের ধস্তাধস্তির ঘটনাও। এদিন সেখান থেকেই সন্দেশখালির মহিলাদের উপর নির্যাতন ও সুকান্তর উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানায় বিজেপির নেতা কর্মীরা। যার প্রতিবাদ জানিয়ে টায়ার জ্বালিয়ে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা। যদিও বিজেপির ডাকা এই আন্দোলনকে প্রতিহত করতে কার্যত পুলিশি ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছিল জেলা পুলিশ সুপারের অফিস। র‍্যাফ ও কমব্যাট ফোর্স নামানোর পাশাপাশি ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছিল পুলিশ সুপার অফিসে যাবার রাস্তাও।

জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, সন্দেশখালির ঘটনা নিয়ে তাদের রাজ্য সভাপতির উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানিয়েই এই কর্মসূচি বিজেপির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here