ব্রাত্য দলের কর্মীরা! পঞ্চায়েতের নির্দল প্রার্থীর কাউন্টিং এজেন্ট জায়গা পেল তৃণমূলের জেলা কমিটিতে। ক্ষোভে ফুসছে দক্ষিণ দিনাজপুরের তৃণমূল কর্মীরা

0
347

ব্রাত্য দলের কর্মীরা! পঞ্চায়েতের নির্দল প্রার্থীর কাউন্টিং এজেন্ট জায়গা পেল তৃণমূলের জেলা কমিটিতে। ক্ষোভে ফুসছে দক্ষিণ দিনাজপুরের তৃণমূল কর্মীরা

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৬ ফেব্রুয়ারী ——— নির্দল প্রার্থীর কাউন্টিং এজেন্টের নাম জায়গা পেল তৃণমূলের সদ্য ঘোষিত নতুন জেলা কমিটিতে। তুমুল হইচই দক্ষিণ দিনাজপুরে। গুঞ্জন দলের নেতা কর্মীদের মধ্যে। বৃহস্পতিবার গঙ্গারামপুরের দলীয় কার্যালয়ে তৃণমূলের নতুন কমিটি ঘোষণা হতেই এমন একাধিক মারাত্মক অভিযোগ সামনে এসেছে। যা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন খোদ জেলা তৃণমূলের চেয়ারম্যানও। এদিকে ওই তালিকায় জেলা কমিটির সদস্য হিসাবে এক নির্দল প্রার্থীর কাউন্টিং এজেন্টের নাম সামনে আসতেই রীতিমতো আলোড়ন পড়েছে খোদ চেয়ারম্যানের খাস তালুকে। ঘটনার কথা অবশ্য স্বীকার করেছেন সাজাহান সরকার নামে ওই ব্যক্তি।

জানা গেছে কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুর অঞ্চলের বাসিন্দা সাজাহান সরকার। যিনি ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী অনিতা মন্ডল সরকারের হয়ে কাউন্টিং এজেন্ট ছিলেন। যার নাম সদ্য ঘোষিত তৃণমূলের জেলা কমিটিতে উঠে আসতেই রীতিমতো হইচই পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দক্ষিন দিনাজপুরে। দলের পুরনো নেতৃত্বদের বাদ দিয়ে কিভাবে নির্দল প্রার্থীর কাউন্টিং এজেন্টের নাম জেলা কমিটিতে স্থান পেল তা নিয়েই জোর গুঞ্জন ছড়িয়েছে খোদ দলের কর্মীদের মধ্যে। এদিকে নিজের নির্বাচনী ক্ষেত্র থেকে এমন এক কর্মীর নাম জেলা কমিটিতে স্থান পাওয়ায় বেজায় চটেছেন এলাকার তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান তোরাব হোসেন মন্ডল। যদিও ওই কাউন্টিং এজেন্টের দাবি, তিনি তৃণমূলই করেন। ব্লক তৃণমূলের বেশকিছু পদও এর আগে সামলেছেন তিনি। শুধু তাই নয়, পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে গোপনভাবে কাজ করতেই নির্দল প্রার্থীর কাউন্টিং এজেন্ট হয়েছিলেন তিনি। তবে এব্যাপারে দলকে কিছুই জানান নি তিনি। দলীয় সুত্রের খবর গত পঞ্চায়েত নির্বাচনে এই সাজাহান সরকারই এলাকার তৃণমূল প্রার্থীকে হারাতে নির্দল প্রার্থীর হয়ে স্থানীয় লোকজনকে নানা হুমকি ও শাসানি দিয়েছিল বলে অভিযোগ। যার নাম জেলা তৃণমূলের নতুন কমিটিতে উঠে আসতেই রীতিমতো ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকার তৃণমূল নেতা কর্মীদের মধ্যে।

জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়ালের অবশ্য দাবি, ঘটনাটি তিনিও অনেকটা পরে জেনেছেন। বিষয়টি ভালো করে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি ।

নির্দল প্রার্থীর কাউন্টিং এজেন্ট সাজাহান সরকার জানিয়েছেন, দলের অনুমতি না নিয়েই পঞ্চায়েত ভোটে গোপনে দলের হয়ে কাজ করতে নির্দল প্রার্থীর কাউন্টিং এজেন্ট হয়েছিলেন। দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদের দায়ীত্বও সামলেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here