৯১নম্বর ব্যাটালিয়ানের বিএসএফের তরফে গঙ্গারামপুরের হামজাপুর ক্যাম্পে বিভিন্ন অনুষ্টানের আয়োজন করা হয়

0
210

৯১নম্বর ব্যাটালিয়ানের বিএসএফের তরফে গঙ্গারামপুরের হামজাপুর ক্যাম্পে বিভিন্ন অনুষ্টানের আয়োজন করা হয়
গঙ্গারামপুর ১৬ফেব্রুয়ারী দক্ষিণ দিনাজপুর-একটি অনুষ্টানের মধ্যে দিয়ে সীমান্ত এলাকার গ্রামবাসীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য বিশেষ কর্মসুচি গ্রহন করা হয়। দক্ষিণ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের হামজাপুর বিএসএফ ক্যাম্পের ৯১নম্বর ব্যাটালিয়ানের তরফে এমন অনুষ্টানের আয়োজন করা। অনুষ্টানের উদ্ধোধন করেন ৯১বিএসএফ ব্যাটালিয়ানের কম্যান্ডেন্ট অফিসার মোহাম্মদ ইসরাইল। এছাড়াও৯ ১বিএসএফ ব্যাটালিয়ানের বহু অফিসার, এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে বহু গ্রামবাসীরা।
৯১ বিএসএফ ব্যাটালিয়ানের তরফে একটি অনুষ্টানের মধ্যে দিয়ে গঙ্গারামপুর ব্লকের হামজাপুর বিএসএফ ক্যাম্পে সীমান্ত এলাকার গ্রামবাসীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্টানের সুচনা করেন ৯১বিএসএফ ব্যাটালিয়ানের কম্যান্ডেন্ট অফিসার মোহাম্মদ ইসরাইল। সীমান্তবর্তি গ্রামের আশাপুর, চন্ডীপুর, পূর্ব মুল্লাপাড়া, কাটাবন, হামজাপুর, হরিহরপুর, দোমুঠা, এলেন্দী, তাঁতিকুড়ি, এবং কামদেবপুর সহ বহু গ্রামের মানুষজন সেখানে অংশগ্রহন করেন। অনুষ্ঠান চলাকালীন আশপাশের কিছু বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে ব্যাগ, ভলিবল, ফুটবল সামগ্রী বিলি করা হয়। বিএসএফ ও এলাকার গ্রামবাসীদের দুটি দলের মধ্যে ফুটবল ও ভলিবল খেলার আয়োজন করা হয়।পরে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্টানে ৯ ১বিএসএফ ব্যাটালিয়ানের কম্যান্ডেন্ট অফিসার মোহাম্মদ ইসরাইল, বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রেশনেয়ারা মন্ডল, ৯১গঙ্গারামপুর ব্লকের হামজাপুর বিএসএফ ক্যাম্পের ইনচার্জ শিভম সিং,সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। ৯১বিএসএফ ব্যাটালিয়ানের কম্যান্ডেন্ট অফিসার মোহাম্মদ ইসরাইল জানিয়েছেন, সারা বছর ধরেই সীমান্ত এলাকার গ্রামবাসীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যা আগামী দিনেও এমন অনুস্টান করা হবে।
সীমান্ত এলাকার গ্রামবাসীরা বিএসএফের এমন উদ্যাগকে সাধুবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here