কুমারগঞ্জের ডাঙ্গারহাটে পাখির মড়ক কে ঘিরে হুলুস্থুল কান্ড!

0
538

কুমারগঞ্জের ডাঙ্গারহাটে পাখির মড়ক কে ঘিরে হুলুস্থুল কান্ড! উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৮ ফেব্রুয়ারী ——— বুলবুলি পাখির মড়ককে ঘিরে তুমুল হইচই সীমান্ত এলাকায়। ঘটনা নিয়ে উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা। রবিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাট এলাকায়। জানা গেছে, এদিন দুপুরে বেশকিছু বুলবুলি পাখিকে আচমকায় গাছ থেকে নিচে পড়ে ছটফট করতে দেখেন স্থানীয়রা। যেখানে গিয়ে কিছু বুলবুলি পাখিকে মৃত অবস্থাতেও দেখতে পান তারা। যা নিয়েই রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকায়। তবে কিভাবে বা কেন একসাথে বেশ কয়েকটি বুলবুলি পাখি এভাবে মারা গেল তা নিয়েই নানা প্রশ্ন তৈরি হয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। এদিকে এই ঘটনা জানাজানি হতেই রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবেশপ্রেমীরাও। যদিও অনেকে মনে করছেন, পার্শ্ববর্তী কোন জমির ফসলে বিষক্রিয়ার প্রভাবেই ধরনের ঘটনা ঘটতে পারে। তবে এই ঘটনার উপযুক্ত তদন্তের দাবি নিয়ে বনদপ্তরের দ্বারস্থ হচ্ছেন পরিবেশপ্রেমী তুহিন শুভ্র মন্ডল। তার দাবি, পাখি মানুষ, পরিবেশ ও বাস্তুতন্ত্রের বন্ধু। তাই পাখির মৃত্যু মানেই পরিবেশের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।

পরিবেশপ্রেমী তুহিন শুভ্র মন্ডল বলেন, বুলবুলি পাখির মড়কের ঘটনা তার কানেও এসে পৌঁছেছে। বিষয়টি যথেষ্টই উদ্বেগের। ঘটনার তদন্তের দাবী জানিয়ে বনদপ্তরের দারস্থ হচ্ছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here