ওয়াগন ফ্যাক্টরি নয়, বুনিয়াদপুরে রেলের জমিতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরির আবেদন সুকান্তর। সাধুবাদ তৃণমূলের।

0
210

ওয়াগন ফ্যাক্টরি নয়, বুনিয়াদপুরে রেলের জমিতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরির আবেদন সুকান্তর। সাধুবাদ তৃণমূলের।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৯ ফেব্রুয়ারী ——– ওয়াগন ফ্যাক্টরি নয়, বুনিয়াদপুরে রেলের জমিতে জাতীয় উৎকর্ষ মানের স্টেডিয়াম তৈরির আবেদন সুকান্তর। সোমবার দিল্লিতে
যুব ও ক্রীড়া দপ্তরের অনুমোদিত একটি চিঠি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাতে তুলে দিয়ে স্টেডিয়াম তৈরির আবেদন জানিয়েছেন বালুরঘাটের সাংসদ । লোকসভা নির্বাচনের আগে যাকে ঘিরেই রীতিমতো হইচই পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দক্ষিন দিনাজপুরে। সংসদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে খোদ তৃণমূলও। তাদের দাবি, বালুরঘাটের সাংসদের নতুন ভাবনাকে তারা অবশ্যই সাধুবাদ জানান। কিন্তু মমতা ব্যানার্জির ঘোষিত ওয়াগান ফ্যাক্টরি তৈরি হলে জেলায় বেকারদের কর্মসংস্থানের দুশ্চিন্তা ঘুচত।

বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, বালুরঘাট থেকে দক্ষিণ ভারতের উদ্দেশ্যে বন্দেভারত ট্রেন চালু করবার দাবি জানাবার পাশাপাশি জেলায় বন্ধ হয়ে থাকা বিভিন্ন রেল প্রকল্পকে ত্বরান্বিত করা এবং দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে রেলের জমিতে একটি স্টেডিয়াম তৈরি করার বিষয়ে রেলমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। ইতিমধ্যেই ক্রীড়া দপ্তরের দেওয়া চিঠি রেল দপ্তরকে দেওয়া হয়েছে। রেলের জমির ছাড়পত্র মিললেই সেখানে গড়ে তোলা হবে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম।

জেলা তৃণমূল নেতা প্রীতম রাম মন্ডল জানিয়েছেন, বুনিয়াদপুরে রেলের মাঠে স্টেডিয়াম তৈরির ভাবনাকে তারা সাধুবাদ জানান। কিন্তু ওয়াগন ফ্যাক্টরি তৈরি হলে বেকার ছেলে মেয়েদের জেলায় কর্মসংস্থানের দুশ্চিন্তা ঘুচত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here