গরমে হাঁসফাঁস শহরবাসীর তৃষ্ণা নিবারণে এগিয়ে এলো বালুরঘাট পুরসভা। এক কোটি টাকা বরাদ্দে ২৫ টি ওয়ার্ডে বসছে ৩০ টি বিশুদ্ধ পানীয় জলের মেশিন

0
199

গরমে হাঁসফাঁস শহরবাসীর তৃষ্ণা নিবারণে এগিয়ে এলো বালুরঘাট পুরসভা। এক কোটি টাকা বরাদ্দে ২৫ টি ওয়ার্ডে বসছে ৩০ টি বিশুদ্ধ পানীয় জলের মেশিন।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৯ ফেব্রুয়ারী —— গরমে হাঁসফাঁস শহরবাসীর তৃষ্ণা নিবরনে অভিনব উদ্যোগ বালুরঘাট পুরসভার। প্রায় এক কোটি টাকা বরাদ্দে শহর জুড়ে বসছে ত্রিশটি বিশুদ্ধ পানীয় জলের মেশিন। সোমবার নিজের ওয়ার্ডে যার ভিত্তি প্রস্তর স্থাপন করে জানান পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। তিনি বলেন, প্রায় তিন লক্ষ টাকা দামের ওই অত্যাধুনিক পানীয় জলের মেশিনগুলি বসানো হচ্ছে শহরজুড়ে। যেখান থেকে বেরোবে ঠান্ডা পানীয় জল। তীব্র গরমে যা শহরবাসীর তৃষ্ণা মেটাবে। শহরের ২৫ টি ওয়ার্ডে এ ধরনের মোট ত্রিশটি বিশুদ্ধ পানীয় জলের মেশিন বসাবে পুরসভা। যার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে শহরের বিভিন্ন ওয়ার্ডে।

শীতের মরশুম শেষ হতেই এগিয়ে আসছে প্রখর রোদ ও তীব্র দাবদাহ। তীব্র গরমে বালুরঘাট শহরের সাধারণ মানুষের পানীয় জলের যেন কোন সমস্যা না হয় তার আগেই একাধিক উদ্যোগ গ্রহণ করল বালুরঘাট পুরসভা। যার মধ্যে উল্লেখযোগ্য হিসাবে শহরের ২৫ টি ওয়ার্ডে ত্রিশটি বিশুদ্ধ পানীয় জলের মেশিন বসানোর উদ্যোগ। এদিন শহরের ৫ নম্বর ওয়ার্ডে যার ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন চেয়ারম্যান। যার মাধ্যমেই শহরের মানুষের তৃষ্ণা নিবারণ করবে পুরসভা।

বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, শহরবাসীর পানীয় জলের সমস্যা মেটাতেই গোটা শহর জুড়ে প্রায় এককোটি টাকা বরাদ্দে ত্রিশটি মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here