তপনের হযরতপুরে ৪.৫ কিলোমিটার পেভার ব্লক রাস্তার শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। সোমবার বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তপন ব্লকের হযরতপুরের এই রাস্তার শিলান্যাস করা হয়। ফিতা কেটে, নারকেল ফাটিয়ে রাস্তার শিলান্যাস করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। তিনি ছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা, জেলা পরিষদের সদস্য আমজাদ মন্ডল, তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন, বিশিষ্ট সমাজসেবী সমীর রাহাসহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
জানা যায় হযরতপুর থেকে রাঘবপুর পর্যন্ত সাড়ে চার কিলোমিটার রাস্তার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে বরাদ্দ হয়েছে প্রায় ৪ কোটি ৩৭ লক্ষ টাকা।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর তপনের হযরতপুরে ৪.৫ কিলোমিটার পেভার ব্লক রাস্তার শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব...