গঙ্গারামপুর সাব ডিভিশনাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের তরফে আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন করা হলো

0
188

উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে প্রশাসনিক নিয়ম পালন করেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সাব ডিভিশনাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের তরফে আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন করা হলো , মিছিল সহ প্রকাশ হলো স্মরণিকা, অনুষ্ঠানকে ঘিরে বিশিষ্টজনেদের উপস্থিতে বসলো চাঁদের হাট

গঙ্গারামপুর ২১ ফেবুরারী দক্ষিণ দিনাজপুর ।প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সাব ডিভিশনাল রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে৷ তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে মাতৃভাষা দিবস উদযাপনে সরকারী বিধি-নিষেদ মেনে কিছুটা কাটছাট করতেই হল ক্লাব কর্তপক্ষকে৷ শুরুতে গঙ্গারামপুর চৌমাথা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত একটি শব্দবর্জিত বিরাট পথ পরিক্রমার আয়োজিত হয়৷সেই পথপরিক্রমা শেষ হয় সাব ডিভিশনাল রিপোর্টার্স এসোসিয়েশনের অফিস ঘরের সামনে গঙ্গারামপুর চৌমাথাতেই৷ সেখানে ক্লাব প্রাঙ্গনে শহীদ বেদীতে মাল্যদান করেন উপস্থিত বিশিষ্টজনেরা সকলেই৷ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সাব ডিভিশনাল রিপোর্টার অ্যাসোসিয়েশন মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, গঙ্গারামপুরের ট্রাফিক ওসি, ক্লাব সভাপতি চয়ন হোড়, সহ সভাপতি নারায়ন বসাক,সম্পাদক শীতল চক্রবর্তী, সহ সম্পাদক পিন্টু কুন্ডু, কোষাধক্ষ্য অমল দাস, কালচারাল সেক্রেটারি বিপ্লব হালদার ,অফিস সম্পাদক বাবাই সুত্রধর,সাংবাদিক বাসুদেব দাস,কবি ও সাহিত্যিকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, সুকুমার সরকার, রাখাল মন্ডল, জয়ন্ত চক্রবর্তী, জয়ন্ত আচার্য, দিব্যেন্দু সরকার, সুস্মিতা কর, অজিত ঘোষ,সমাজসেবী লিলি সরকার,বিপ্লব বিশ্বাস,বিশিষ্ট আইনজীবী রঞ্জন পান্ডে সহ আরো অনেকেই হাজির হয়েছিলেন৷ অন্যান্য অগণিত ভাষাপ্রেমী মানুষজনদের এদিন প্রচুর মানুষজনেরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে প্রকাশিত হয় সাব ডিভিশনাল রিপোটার্স এসোসিয়েশনের পঞ্চমবর্ষের চতুর্থ ভাষাদিবস স্মরণিকা, “একুশ তুমি”৷ উপস্থিতদের মধ্যে অনেকের সংক্ষিপ্ত বক্তব্যে উঠে আসা ভাষা দিবস দিনটির উৎপত্তি কালের সময় ৷ এবিষয়ে গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস জানিয়েছেন, সাংবাদিকদের এমন অনুষ্ঠানের আয়োজন করেছে সেইজন্য তাদের ধন্যবাদ জানাই। বঙ্গরত্ন পুরস্কারপ্রাপ্ত তথা বিশিষ্ট কবি সুকুমার সরকার ও শিক্ষক তথা কবি দিব্যেন্দু সরকারেরা জানিয়েছেন ,এমন দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। ভালো লাগলো সমস্ত নিয়ম পালন করেই এই অনুষ্ঠান পালন করার জন্য। সাব ডিভিশনাল রিপোর্টাস অ্যাসোসিয়েশনের সভাপতি চয়ন হোড় ও সংগঠনের অন্যতম সদস্য তথা কবি অজিত ঘোষ জানিয়েছেন, প্রতিবছরের ন্যায় বছরও আমাদের ক্লাবের তরফে আমাদের সাংবাদিকদের ক্লাবের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে,যা আগামী দিনেও করে যাব। বাংলা ভাষার জন্য আত্মবলিদান দেওয়া শহীদদের জীবনী নিয়ে সাহিত্যিক অজিত ঘোষ, সুস্মিতা কর, কবি রাখাল মন্ডল প্রত্যেকেই ভাষাদিবসের কবিতা পাঠ করে শোনান। অনুষ্ঠানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল গঙ্গারামপুর হাইরোডের রিপোর্টার্স ক্লাবের অফিসের সামনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here