ফের বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হল পূর্ণবয়স্ক লেপার্ড

0
115

আলিপুরদুয়ারঃ ফের বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হল পূর্ণবয়স্ক লেপার্ড। বুধবার সকালে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগানে ছয় নং সেকশনে বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হয় একটি পূর্ণবয়ষ্ক মাদা লেপার্ড।
এদিন খাঁচাবন্দী লেপার্ড দেখতে পেয়ে স্থানীয়রা বনদফতরে খবর দেয় ঘটনাস্থলে নীলপাড়া রেঞ্জের বনকর্মীরা পৌছে খাঁচাবন্দী লেপার্ড উদ্ধার করে জলদাপাড়া নিয়ে যায়‌ । এদিন খাঁচাবন্দী লেপার্ড দেখতে প্রচুর জনগণ ভিড় জমিয়েছিল। স্থানীয়রা জানান আরো প্রচুর লেপার্ড রয়েছে দলসিংপাড়া চা বাগানে কেননা প্রতিনিয়ত লেপার্ড হানা দিয়ে ছাগল,বাছুর টেনে নিয়ে যাচ্ছে।
বনদফতরের নীলপাড়া রেঞ্জেথ বীট অফিসার রুপেশ মোতি জানান দলসিংপাড়া চা বাগান দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় চারিদিকে জঙ্গল, ঝোপঝাড়ে ভর্তি আর এই ঝোপঝাড় লেপার্ডের থাকার পক্ষে আদর্শ পরিবেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here