বালুরঘাটের জলঘরে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে কিশোরীকে ধর্ষণ। গ্রেপ্তার ৪৫ বছরের এক ব্যক্তি।
বালুরঘাট, ২১ ফেব্রুয়ারী —— নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪৫ বছরের ব্যক্তি। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের জলঘর এলাকায়। ঘটনার লিখিত অভিযোগের পরেই বালুরঘাট থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, পেশায় দিনমজুর ওই নাবালিকার মা-বাবা ওইদিন বাড়িতে না থাকার সুযোগ নেয় ওই অভিযুক্ত ব্যক্তি। দুপুরে একাকি থাকবার সুযোগ নিয়ে তার বাড়িতে ঢুকে পড়ে প্রতিবেশী ওই অভিযুক্ত ব্যক্তি। এরপরেই গামছা দিয়ে মুখ বেঁধে কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পরে ওই নাবালিকা ঘর থেকে বেরিয়ে এসে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। ঘটনার পরেই এলাকা ছেড়ে পালাতে সক্ষম হয় অভিযুক্ত ওই ব্যক্তি। এরপরে ওইদিন সন্ধ্যায় বালুরঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবার। যার তদন্তে নেমেই অভিযুক্তকে পাকড়াও করতে সক্ষম হয় বালুরঘাট থানার পুলিশ। এদিন কিশোরীর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করানোর পাশাপাশি অভিযুক্তকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদলাতে পাঠিয়েছে বালুরঘাট থানার পুলিশ।।