ফুট সেফটি অফিসের পক্ষ থেকে তামাক জাতীয় দ্রব্য বিক্রির নিষেধাজ্ঞা জারি করল বুনিয়াদপুর শহরে

0
184

ফুট সেফটি অফিসের পক্ষ থেকে তামাক জাতীয় দ্রব্য বিক্রির নিষেধাজ্ঞা জারি করল বুনিয়াদপুর শহরে।

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরে বহু তামাক জাতীয় দ্রব্য বিক্রির দোকান বঙ্গের ছাতার মতো গজিয়ে উঠেছে। বুনিয়াদপুরের সেই দোকান গুলিতে ফুট সেফটি অফিসের পক্ষ থেকে ভিজিট করা হলো। তামাক জাতীয় দ্রব্য বিক্রির দোকান গুলিতে করে দেওয়া হয়েছে সতর্ক। যেই দোকান গুলিতে লাইসেন্স নেই তাদের কে ২৮ ফেব্রুয়ারি ফুট সেফটি অফিসে গিয়ে যোগাযোগ করার কথা বলা হয়েছে। যাদের লাইসেন্স নেই তাদের লাইসেন্স করে দেওয়া হবে বলে অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি জনবহুল এলাকায় প্রকাশ্যে ধুম পান করবার জন্য বেশ কয়েকজনকে ২০০ টাকা করে ফাইন করা হয়েছে। বেশ কয়েকটি দোকানে তামাক জাতীয় দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও কয়েকটি দোকানে প্রথম বারের জন্য সতর্ক করা হয়েছে পরবর্তীতে যেনো কোনো রকম তামাক জাতীয় দ্রব্য বিক্রি না করা হয় নাহলে বড়সড় জরিবানা করা হবে। যদিও এই বিষয়ে ফুট সেফটি অফিসের আধিকারিক এই বিষয়ে কোনো রকম মন্তব্য করেননি।

এই বিষয়ে বুনিয়াদপুর শহরের দুইটি দোকান ব্যাবসায়ী নিখিল সরকার ও তন্দলাক সরকার জানিয়েছেন আমাদের দোকানে ফুট সেফটি অফিসের আধিকারিক এসেছিলেন। অফিসের আধিকারিক জানিয়েছেন তামাক জাতীয় দ্রব্য বিক্রি করা যাবে না। এছাড়া যাদের লাইসেন্স নেই তাদের অফিসে যোগাযোগ করতে বলেছে লাইসেন্স করে দেবে বলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here