১০০দিনের কাজের টাকা পাওয়ার জন্য তৃণমূলের সহায়তা শিবির নিয়ে অভিযোগ বিজেপির

0
134

জলপাইগুড়ি:-

১০০দিনের কাজের টাকা পাওয়ার জন্য তৃণমূলের সহায়তা শিবির নিয়ে অভিযোগ বিজেপির। দুইপক্ষের দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার বিকেলে ব্যাপক উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতে।

খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাশেই তৃনমূলের তরফে সহায়তা শিবির করা হয়েছে ১০০দিনের কাজের টাকা পাওয়া নিয়ে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, ১০০দিনের কাজ করেছেন এমন ব্যক্তি,বা বা টাকা পাওয়ার তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছে, তাদের তথ্য দিয়ে একটি ফর্ম পূরণ করা হচ্ছে যা দলের উর্ধ্বতন নেতৃত্বে কাছে পাঠানো হবে। যদিও ওই পঞ্চায়েতের বিরোধী দল বিজেপি পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, তৃণমূলের প্রতীক চিনহ দেওয়া ফর্ম পূরণ করে তা পঞ্চায়েত অফিসে জমা করা হচ্ছে। বেছে বেছে “রঙ” দেখে ফর্ম পূরন করা হচ্ছে বলে অভিযোগ। যার জেরে অনেক যোগ্য প্রাপক বঞ্চিত হচ্ছেন। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, কোনো রঙ না দেখে, নিরপেক্ষতার সঙ্গে ফর্ম পূরণ করা হচ্ছে। এই বিষয়ে এদিন কথা বলতে গেলে বিজেপি এবং তৃণমূলের মধ্যে এদিন বচসা বেধে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপির এক পঞ্চায়েত সদস্যা পঞ্চায়েত অফিসের এক কর্মীকে নিগ্রহ করেছেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করে বিজেপি পঞ্চায়েত সদস্যরা অভিযোগ তুলেছেন, তাদের সাথেই অকথ্য দুর্ব্যবহার করা হয়েছে। উত্তেজনা বাড়তেই খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ আসে ঘটনাস্থলে। পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়। এই বিষয়ে খড়িয়া পঞ্চায়েতের প্রধান কানন অধিকারী জানিয়েছে,আজকের ঘটনার বিষয়ে তার কিছু জানা নেই। সেই সময় তিনি ছিলেন না।

ভিস বাইট 👇

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here