কালিয়াগঞ্জে ১০ দিন ব্যাপী “তারকব্রহ্ম মহানামযজ্ঞ”অনুষ্ঠানকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভা যাত্রা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মহেন্দ্রগঞ্জ নাটমন্দির প্রাঙ্গণে শ্রীমৎ গঙ্গা বাবাজীর উদ্যোগে এবং কালিয়াগঞ্জ ৬৪ প্রহর নাম যজ্ঞ সমিতির পরিচালনায় আগামী শনিবার ভোর থেকে ১০ দিন ব্যাপী ৭১ তম মহামিলন উৎসবের সূচনা হতে যাচ্ছে। এই উপলক্ষ্যে শুক্রবার সকাল নয়টায় মহাপ্রভুর পাদুকা সহ হরিনাম সংকীর্তন সহযোগে এক বিশাল শোভা যাত্রা কালিয়াগঞ্জ শহর প্রদক্ষিণ করেবলে জানালেন কালিয়াগঞ্জ ৬৪ প্রহর নামযজ্ঞ সমিতির সম্পাদক প্রকাশ কুন্ডু।তিনি বলেন এই বর্ণাঢ্য শোভাযাত্রার উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা,প্রাক্তন বিধায়ক তপন দেবসংহ,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার সহ কালিয়াগঞ্জ শহরের সমস্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী বিদ্যালয়ের ছাত্রছাত্রী,কালিয়াগঞ্জ কলেজের এন সি সির সদস্য সহ কালিয়াগঞ্জ শহরের সর্বস্তরের মানুষ।তিনি বলেন উত্তরবঙ্গের মধ্যে এত বৃহৎ আকারের নাম যজ্ঞ অনুষ্ঠান উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরেই একমাত্র অনুষ্ঠিত হয়।প্রকাশ কুন্ডু বলেন এই দশ দিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ১১টি বিশিষ্ট কীর্তনের দল এই তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠানে হাজার হাজার ভক্তদের উদ্দেশ্যে মহানাম সংকীর্তনের মাধ্যমে তারক ব্রহ্ম মহানাম পরিবেশন করবেন।কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গণে এই দশ দিন ব্যাপী মহা নাম সংকীর্তনের পাশাপাশি এক মাস ধরে চলবে বিশাল মেলা।যে মেলায় থাকবে নাগরদোলা থেকে মেলায় যে সমস্ত আকর্ষনীয় জিনিস থাকে তার সবটাই।কালিয়াগঞ্জ ৬৪ প্রহর নাম যজ্ঞ সমিতির সভাপতি তথা বিশিষ্ট ব্যাবসায়ী সুনীল সাহা বলেন প্রতিদিন এই নাম সংকীর্তনের মাধ্যমে হত দরিদ্রদের সেবার ব্যাবস্থা করা হতে থাকে।তিনি বলেন আগামী ৩রা মার্চ ভোরে মহা নামের বিরতির পর নগর পরিক্রমা করা হলে শুরু হয় সকাল নয়টায় কুঞ্জভঙ।সারাদিন কুঞ্জভঙ্গের পর বেলা ২টা থেকে হাজার হাজার ভক্তদের পেটপুরে প্রসাদের ব্যাবস্থা করা হয়। ঐ দিন সারা কালিয়াগঞ্জ শহরে বিষাদের ছায়া নেমে আসে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে ১০ দিন ব্যাপী “তারকব্রহ্ম মহানামযজ্ঞ”অনুষ্ঠানকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভা যাত্রা