চকভৃগুতে তৃণমূলের সহায়তা কেন্দ্রের টেন্ট ছিড়ে ফেলার অভিযোগ কে ঘিরে উত্তেজনা

0
176

চকভৃগুতে তৃণমূলের সহায়তা কেন্দ্রের টেন্ট ছিড়ে ফেলার অভিযোগ কে ঘিরে উত্তেজনা। তদন্তে বালুরঘাট থানার পুলিশ।

বালুরঘাট, ২৩ ফেব্রুয়ারী ——- তৃণমূলের সহায়তা কেন্দ্রের টেন্ট ছিড়ে দেবার অভিযোগ কে ঘিরে উত্তেজনা। শুক্রবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল হইচই পরিস্থিতি তৈরি হয় বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনা নিয়ে ক্ষোভ উগড়ে দেন অঞ্চল সভাপতি। তার অভিযোগ রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দুস্কৃতিরা চকভৃগু পঞ্চায়েত অফিসের সামনে থাকা তৃণমূল কংগ্রেসের ১০০ দিনের কাজের সহায়তা কেন্দ্রের টেন্টটি ছিঁড়ে দেয়। ঘটনার খবর জানতে পেরেই এলাকায় পৌঁছায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। খবর দেওয়া হয় বালুরঘাট থানায় পুলিশকেও। যে খবর পেয়ে এলাকায় পৌছে ঘটনার তদন্তে নামে বালুরঘাট থানার পুলিশ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here