জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮৫ জন হজ যাত্রীদের প্রশিক্ষণ দেওয়ান হলো বুনিয়াদপুর সুকান্ত ভবনে

0
176

জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮৫ জন হজ যাত্রীদের প্রশিক্ষণ দেওয়ান হলো বুনিয়াদপুর সুকান্ত ভবনে।

ওয়েস্ট বেঙ্গল স্টেট হজ কমিটি উদ্যোগে জেলা প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের সুকান্ত ভবনে ৮৫ জন হজ যাত্রীকে প্রশিক্ষণ দেওয়ান হলো। হজ যাত্রীরা কি ভাবে যাত্রা শুরু করবে, কোথায় কি ভাবে থাকবে, এই জেলার হজ যাত্রীরা কি ভাবে কলকাতা পর্যন্ত পৌঁছাবে, সেখান থেকে কি ভাবে ফ্লাইটের উঠবে, ফ্লাইটের কোনো রকম সমস্যা যেনো না হয় সেই দিক গুলি তুলে ধরা হয়েছে প্রশিক্ষণে। এছাড়াও আরো অন্যান্য সমস্ত রকমের ট্রেনিং দেওয়া হলো এদিন। আগামী মে মাসের ৯ তারিখ থেকে শুরু হবে সৌদি আরবে হজে যাবার যাত্রা। ২৫ এ মে পর্যন্ত হজে যাবার যাত্রা চালু থাকবে। পশ্চিম বঙ্গে প্রায় ১৫ হাজার হজ যাত্রী যাবার কোঠা রয়েছে। তার মধ্যে প্রায় ৫৫০০ জন হজ যাত্রী পশ্চিম বঙ্গ থেকে হজ করবার উদ্দেশ্যে রওয়ানা হবে। এক জন হজ যাত্রীদের প্রায় ৪ লক্ষ্য টাকা করে খরচা হচ্ছে বলে জানা গিয়েছে। এদিনের এই ট্রেনিং এ উপস্থিত ছিলেন ৮৫ জন হজ যাত্রীরা। এছাড়াও বংশীহারী ব্লকের বিডিও সুব্রত বল, বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ সহ আরো অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

এই বিষয়ে বংশীহারী ব্লকের বিডিও সুব্রত বল জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার ৮৫ জন হজযাত্রীদের বুনিয়াদপুর সুকান্ত ভবনে প্রশিক্ষণ দাওনা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই প্রশিক্ষণ টি খুব গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ। যারা প্রথমবারের মতো ফ্লাইটে চড়ে বিদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছে তাদেরকে সমস্ত রকম নিয়ম শেখানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here