শহর নয়, গ্রাম্য এলাকায় বাড়ছে চোরেদের দৌরাত্ম্য! আর্জি পার্টি খুলে গ্রাম্য এলাকায় চুরি নিয়ন্ত্রণের ভাবনা দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের

0
193

শহর নয়, গ্রাম্য এলাকায় বাড়ছে চোরেদের দৌরাত্ম্য! আর্জি পার্টি খুলে গ্রাম্য এলাকায় চুরি নিয়ন্ত্রণের ভাবনা দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৪ ফেব্রুয়ারী ————- শহর ছাড়িয়ে চোরের উপদ্রব এবারে গ্রাম্য এলাকাতেও! আর্জি পার্টি খুলে চুরি নিয়ন্ত্রণ করবার ভাবনা পুলিশের।শনিবার দুপুরে বালুরঘাট থানায় একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান ডিএসপি সদর বিক্রম প্রসাদ। শুধু তাই নয়, চুরি রোধ করতে পঞ্চায়েতের বিভিন্ন জনবহুল এলাকা ও বাজার গুলিতে সিসিটিভি বসানোরও উদ্যোগ নিচ্ছে পুলিশ প্রশাসন।
প্রসঙ্গত, চলতি মাসের ১৮ তারিখে বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বঙ্গী দাসপাড়া এলাকায় একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। যার পরেই দোকান মালিক সুরজ মহন্ত বালুরঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দশটি মোবাইল ফোন, চারটি স্মার্ট ওয়াচ সহ বেশকিছু ইলেকট্রনিক্স এর জিনিসপত্র চুরি যায় বলে অভিযোগ। যে ঘটনার তদন্তে নেমে বালুরঘাট থানার পুলিশ চারটি মোবাইল ফোন তিনটি স্মার্ট ওয়াচ সহ দুই দুষ্কৃতী থেকে পাকড়াও করে। যাদের রিমান্ডে নিয়ে এই চুরির ঘটনার গভীরে পৌঁছায় পুলিশ। এদিন যার পরিপ্রেক্ষিতে একটি সাংবাদিক বৈঠক করে গ্রামাঞ্চলের চুরি রোধে আর্জি পার্টি খুলবার কথা জানায় ডিএসপি। সিভিক পুলিশ মোতায়েনের মাধ্যমে যেসব নিয়ন্ত্রণ করবার করবার কথাও শুনিয়েছেন ওই পুলিশ আধিকারিক। যার মাধ্যমে সুরক্ষিত থাকবে বিভিন্ন পঞ্চায়েত গুলির জনবহুল রাস্তা, প্রধান বাজার, গুরুত্বপূর্ণ এলাকা গুলি। শুধু তাই নয়, পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের সাথে আলোচনা করে ওইসব এলাকায় সিসিটিভিও বসাবে পুলিশ। যা নিয়ে খুব শীঘ্রই জেলা পুলিশের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত গুলির সঙ্গে বৈঠকে বসা হবে বলেও জানিয়েছেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here