গ্রামীন মহিলাদের স্বনির্ভর করবার লক্ষ্য সুকান্তর। বালুরঘাটের সাতশো মহিলাদের হাতে তুলে দেওয়া হল উন্নত মানের সেলাই মেশিন

0
157

গ্রামীন মহিলাদের স্বনির্ভর করবার লক্ষ্য সুকান্তর। বালুরঘাটের সাতশো মহিলাদের হাতে তুলে দেওয়া হল উন্নত মানের সেলাই মেশিন

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৫ ফেব্রুয়ারী ———- গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করবার লক্ষ্যে এগিয়ে এল বালুরঘাটের সাংসদ। রবিবার দুপুরে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে রীতিমতো মঞ্চ করে প্রায় সাতশো মহিলার হাতে উন্নত মানের সেলাই মেশিন তুলে দেওয়া হয়। একইসাথে বেশকিছু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে সাহায্য সামগ্রীও তুলে দেওয়া হয়েছে। যে কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিনয় বর্মন সহ অন্যান্যরা। এদিনের এই কর্মসূচিতে প্রচুর সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন সাহায্য সামগ্রী গ্রহণ করবার উদ্দেশ্যে।

বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, এই কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে এদিন শতাধিক মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে।। গ্রামীন মহিলাদের স্বনির্ভর করবার লক্ষ্য নিয়েই সাংসদের এমন ভাবনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here