চা বাগানের যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে এবার সেলাই প্রশিক্ষণ শিবির শুরু হল কালচিনি ব্লকের মধু চা বাগানে

0
224

আলিপুরদুয়ার চা বাগানের যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে এবার সেলাই প্রশিক্ষণ শিবির শুরু হল কালচিনি ব্লকের মধু চা বাগানে। শুক্রবার এই শিবিরের উদ্বোধন হয়। বর্তমানে একের পর এক বাগান বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকদের কাজের সন্ধানে বাইরে পলায়ন করতে হচ্ছে। এরূপ পরিস্থিতির মুখোমুখি যাতে শ্রমিকদের না হতে হয় এবং বাগান বন্ধ হলেও যাতে কর্মসংস্থানের অভাব না হয় সেই জন‍্য স্থানীয় সমবায় সমিতির তরফে কালচিনি ব্লকের বীচ চা বাগান, মধু, মেচাপাড়া, ভার্নাবাড়ি সহ একাধিক চা বাগানের যুবতীদের জন্য সেলাই প্রশিক্ষণ শিবির শুরু হল। এদিন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব সহ অন্যান্য জেলা আধিকারিকের উপস্থিতিতে এই শিবির শুরু হয়। আধিকারিকদের কাছে একাধিক দাবিও রাখেন সমবায় সমিতির মহিলারা। এ বিষয়ে মধু বাগানের এই সমবায় সমিতির সম্পাদক কণিকা ধানওয়ার বলেন, ‘বাগানের বেশ কিছু শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা মিলে আমরা এই সমবায় সমিতি তৈরি করেছিলাম।এখন আমরাই ব্লকের অন্যান্য বাগানের শ্রমিকদের সেলাই প্রশিক্ষণ দিচ্ছি। এছাড়া গয়না তৈরি সহ একাধিক হাতের কাজ করি আমরা।এরজন্য একটি ঘরের দাবি জানিয়েছি আধিকারিকদের কাছে ।’

এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব বলেন, ‘তাদের দাবি শুনেছি, যতটা সম্ভব তাদের সাহায্য করে পাশে থাকবো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here