আলিপুরদুয়ারঃ কুমারগ্ৰাম ব্লকের রাধানগর এলাকায় সাত সকালে পাথর বোঝাই ডাম্পারটি জোড়াই রাজ্য সড়ক হয়ে বারবিশার উদ্দেশ্যে যাচ্ছিল । নিয়ন্ত্রণ হারিয়ে একজনের ঘড়ে প্রবেশ করে । ঐ সময় ঘড়ে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ।
ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের রাধানগর মোর কুলকুলি ব্রিজ সংলগ্ন এলাকায়। শুক্রবার বালুপাথর বোঝাই করে বারোবিসার অভিমুখে যাচ্ছিলো আসাম নাম্বার এর ওই ডাম্পারটি। ঠিক রাধানগর মোর কুলকুলি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সৌরভ বর্মন এর বাড়িতে প্রবেশ করে ওই ডাম্পারটি। দুর্ঘটনার ফলে দুমড়ে মুচরে যায় একটি ঘর । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারবিসা ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে ডাম্পারটিকে আটক করে বারবিশা ফাঁড়িতে নিয়ে যায়। ঘটনার জেরে ব্যাপক চঞ্চল্য শুরু হয় ওই এলাকায়। ঘটনা তদন্ত শুরু করেছে বারোবিশা ফাঁড়ির পুলিশ।