বুনিয়াদপুর বড়াইল বনবাসী কল্যাণ আশ্রমে কচিকাঁচাদের সাথে মেয়ের জন্মদিন পালন করলেন এক দম্পতি

0
694

বুনিয়াদপুর বড়াইল বনবাসী কল্যাণ আশ্রমে কচিকাঁচাদের সাথে মেয়ের জন্মদিন পালন করলেন এক দম্পতি। মেয়েকে আশীর্বাদ সহ দম্পতিকে ধন্যবাদ জানালেন আশ্রমের কর্মকর্তারা।

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার বরাইল বনবাসী কল্যাণ আশ্রমে প্রায় ৬০ জন কচিকাঁচা রয়েছে, এটি একটি জনজাতি সেবা প্রতিষ্ঠান, সুনামের সাথে বেশ কয়েক বছর ধরে কচিকাঁচাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন বনবাসী কল্যাণ সেবা আশ্রম। বনবাসী কল্যাণ আশ্রমে গিয়েই নিজের মেয়ের প্রথম জন্মদিন পালন করলেন ওই দম্পতি। এদিন বিকেল বেলা আশ্রমে গিয়ে তাদের এক মাত্র মেয়ের শুভ কামনা চেয়ে আশ্রমের বাচ্চাদের সঙ্গে সময় কাটালেন। সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে পালন করলেন ঠেঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় শিক্ষক রাকেশ আলমের একমাত্র মেয়ে জিনিয়া আয়াতের প্রথম জন্মদিন। এর সঙ্গে কচিকাঁচাদের হাতে খাতা কলম, মিষ্টির পেকেট তুলে দিলেন আশ্রমের বাচ্চাদের হতে। সকলে এক সঙ্গে আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মদিন পালন করলেন সঙ্গে জানালেন জিনিয়া আয়াতের প্রথম জন্মদিনের শুভেচ্ছা বার্তা। গঙ্গারামপুর থানার রতনপুরের বাসিন্দা ওই দম্পত্তিদের । বহু দিন ধরে রাকেশ আলম ঠেঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় এর শিক্ষকতার পেশায় রয়েছেন। মেয়ের জন্মদিনের দিনটি স্মৃতি করে রাখবার জন্য আশ্রমে গিয়ে জন্মদিন পালন করলেন ও দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে আশীর্বাদ চেয়ে মানুষের মতো মানুষ হওয়ার আশা করে সৎ ও উচ্চ শিক্ষায় শিক্ষিত করবার লক্ষ্যে আশ্রমে গিয়ে কচিকাঁচাদের সঙ্গে সময় কাটালেন।

এই বিষয়ে শিক্ষক রাকেশ আলম জানিয়েছেন আমরা আমাদের এক মাত্র মেয়ের প্রথম জন্মদিন স্মৃতি করে রাখবার জন্য বড়াইল বনবাসী কল্যাণ আশ্রমে কচিকাঁচাদের সঙ্গে সময় কাটালাম। আশ্রমের বাচ্চাদের হতে তুলে দিলাম খাতা কলম ও মিষ্টির প্যাকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here