রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতে কর্মবিরতির ডাক দিল আশা কর্মীরা মাসিক বেতন বৃদ্ধির

0
266

রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতে কর্মবিরতির ডাক দিল আশা কর্মীরা মাসিক বেতন বৃদ্ধির,সময় মতন ইনসেনটিভ এর টাকা সহ একাধিক দাবিতে শুক্রবার থেকে কর্ম বিরতি শুরু করে আশা কর্মীরা।প্রায় ৩ শাতাধিক আশা কর্মী এদিন বিক্ষোভ দেখায় শিলিগুড়ির হাসমি চকে।পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ইনচার্জ নমিতা চক্রবর্তী বলেন,যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য তাদের এই কর্মবিরতি চলবে।তিনি অভিযোগ করেন কেন্দ্র রাজ্য বাজেটে তাদের কথা বলা হয়নি।তারা মাত্র সাড়ে চার হাজার টাকা বেতন পান।২৪ ঘন্টার মধ্যে যে কোন সময় তাদেরকে যেকোনো জায়গায় প্রশাসনের পক্ষ থেকে ডিউটি দেয়া হয়।কিন্তু তাদের উপযুক্ত বেতন দেয়া হয় না।যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দাবা মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here